মুম্বই : বুল্লি বাই অ্যাপ মামলায় অভিযুক্তদের মধ্যে তিনজনকে জামিন দিল মুম্বইয়ের মেট্রোপলিটন কোর্ট। বুল্লি বাই অ্যাপ মামলায় মোট ছয়জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্য়ে তিনজন বিশাল কুমার ঝা, শ্বেতা সিং ও মায়াঙ্ক আগরওয়ালকে ১২ এপ্রিল জামিন দিয়েছেন বান্দ্রা কোর্টের ম্যাজিস্ট্রেট কেসি রাজপুত। তবে বাকি তিন অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করেছে। কোর্টের পর্যবেক্ষণ যে, এই তিন অভিযুক্তের বুল্লি বাই অ্যাপ মামলায় তাদের দোষ অপেক্ষাকৃত কম। তাদের অপ্রাপ্ত বয়স ও বুদ্ধিকে কাজে লাগিয়েছে বাকি তিনজন অভিযুক্ত।
এই তিন অভিযুক্তকে জামিনের নির্দেশ দেওয়ার পর ম্য়াজিস্ট্রেট তাদের পরিবারের উদ্দেশেও কিছু পর্যবেক্ষণ রেখেছেন। অভিযুক্তদের অভিভাবকদের সামাজিক ও সোশ্যাল মাধ্যমে তাদের ব্যবহারের জন্য কাউন্সিলিং করার পরামর্শ দেন। বিশাল, শ্বেতা ও মায়াঙ্ককে ২৫,০০০ টাকার ব্যক্তিগত বন্ড ও সিউরিটি বন্ডের শর্তে জামিন দেওয়া হয়েছে। অভিযুক্তদের তাদের ও অভিভাবকদের বিস্তারিত ঠিকানাও দিতে বলা হয়েছে। বাকি দুই অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করা হয়েছে। এবং আর একজন অভিযুক্ত নীরজ বিষ্ণোইকে পুনরায় নতুন করে জামিনের আবেদন করার কথা বলা হয়েছে। তার বর্তমান আবেদনে তার ও আইনজীবীর কোনও স্বাক্ষর ছিল না। তাদের বিরুদ্ধে চার্জশিট ফাইল করার পরেই তারা জামিনের আবেদনের জন্য আপিল করেন। তারা আবেদন জানিয়েছে যে, তারা সেরকম কোনও গুরুতর অপরাধ করেনি।
বুল্লিবাই অ্যাপ মামলা
২০২২ সালের ১ জানুয়ারি একটি অ্যাপ সামনে আসে ‘বুল্লি বাই অ্যাপ’। অভিযোগ ওঠে, এই অ্যাপে মুসলিম মহিলাদের ‘নিলাম’ করা হচ্ছে। এই অ্যাপে অনেক মুসলিম মহিলার ছবি আপলোড করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই তালিকায় এক সাংবাদিক ছিলেন বলেও জানা গিয়েছিল।
আরও পড়ুন : Kumar Vishvas : কেজরীবালের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের জের, প্রাক্তন আপ নেতার ঘরে হানা পঞ্জাব পুলিশের