হিন্দু দেব-দেবীর অপমানের অভিযোগ! এক মাস জেলে কাটিয়ে জামিন কমেডিয়ান ফারুকি

tista roychowdhury | Edited By: সোমনাথ মিত্র

Feb 05, 2021 | 3:08 PM

বিজেপি সাংসদের ছেলের করা অভিযোগের ভিত্তিইতেই গ্রেফতার করা হয় ফারুকিকে

হিন্দু দেব-দেবীর অপমানের অভিযোগ! এক মাস জেলে কাটিয়ে জামিন কমেডিয়ান ফারুকি

Follow Us

নয়া দিল্লি: হিন্দু দেবতাদের অপমান করা হয়েছে, এই অভিযোগে এক মাসেরও বেশি সময় জেলে কাটাতে হল ‘স্ট্যান্ড আপ কমেডিয়ান’ মুনাওয়ার ফারুকিকে (Munawar Faruqui)। একটি শো চলাকালীন হিন্দি দেবতাদের অপমান করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। শুধু তাই নয় ওই শো’তে অমিত শাহকে ও অপমান করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। মধ্য প্রদেশ সরকারের তরফে এই এফআইআর করা হয়েছিল। সেই মামলায় এক মাস জেলে কাটানোর পর অবশেষে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: প্লাস্টিক ব্যবহার করে বানানো যাবে না ভারতের পতাকা!

এর আগে পরপর তিন বার তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। ২৮ জানুয়ারিও ওই কমেডিয়ানের জামিনের আর্জি খারিজ করে দেয় মধ্য প্রদেশ হাই কোর্টের ইন্দোর বেঞ্চ। সেখানে বলা হয়, মুনাওয়ার ফারুকির বিরুদ্ধে যে প্রমাণ পাওয়া গিয়েছে তাতে হিন্দু ভাবাবেগে আঘাত করতে দেখা গিয়েছে। মধ্য প্রদেশে এফএইআর হওয়ার পাশাপাশি উত্তর প্রদেশেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল ওই কমেডিয়ানের বিরুদ্ধে। এক বিজেপি বিধায়কের ছেলের করা অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় ফারুকিকে। তাঁর আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল ওই দিন শোতে উপস্থিত থাকলেও কোনও দেব-দেবীকে নিয়ে মজা করা হয়নি।

আরও পড়ুন: তফসিলিদের সভায় প্রচণ্ড রেগে গেলেন CM Mamata Banerjee

গত ১ জানুয়ারি ঘটনার সূত্রপাত। হিন্দুরক্ষা সংঘের সদস্য এবং বিজেপি সাংসদ মালিনী গৌরের ছেলে একলব্য গৌরের করা অভিযোগের ভিত্তিইতেই গ্রেফতার করা হয় ফারুকি-সহ চার জনকে। ভারতীয় দণ্ডবিধির ২৯৫- এ ধারায় গ্রেফতার করা হয় তাঁদের। মধ্য প্রদেশের ইন্দওরে চলছিল শো, যার কিছু ক্ষণের মধ্যেই হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা ওই অনুষ্ঠান বন্ধ করে দেয়। কেবল ফারুকি ছাড়াও ওই শো-এর সঙ্গে যুক্ত আরও চার জন- প্রখর ভায়াস, প্রিয়ম ভায়াস, নলিন যাদব এবং শো-কোঅর্ডিনেটর এডউইন অ্যানথনিকে পুলিশের হাতে তুলে দেয় সংগঠনের নেতারা।

একলব্য বলেছিলেন, “মুনাওয়ার ফারুকি অপরাধী। অতীতে হামেশাই বিভিন্ন শো-তে হিন্দু ধর্মকে তুচ্ছ এবং ব্যঙ্গ করেছেন ফারুকি। আমরা যখন এই অনুষ্ঠানটি সম্পর্কে জানতে পারলাম তখন আমরাও শো-এর টিকিট কিনেছিলাম। শো চলাকালীন ফারুকি হিন্দু ধর্মকে টেনে নিয়ে শুধু ব্যঙ্গ করেননি, তিনি আমাদের কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’কেও অপমান করেছেন।” তাঁর কথায়, “আমরা ইভেন্টটি তৎক্ষনাৎ থামিয়ে দি। দর্শকদের বাইরে নিয়ে যাই। তারপরেই ফারুকি ও ইভেন্টের আয়োজকদের স্থানীয় থানায় নিয়ে গিয়েছিলাম। তাঁদের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর করি।’’

Next Article