তফসিলিদের সভায় প্রচণ্ড রেগে গেলেন CM Mamata Banerjee
‘কী করছে ওরা?’ চেঁচিয়ে ওঠেন মুখ্যমন্ত্রী
মাইক হাতে নিয়ে সবে তখন ‘জয় বাংলা, জয় জোহার, জয় কিষাণ…’ বলেছিলেন। আচমকাই ছন্দপতন। ‘কী করছে ওরা?’ চেঁচিয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। সভাস্থলের পিছনে এক মহিলা বাঁশের খুঁটির ওপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে কিছু বলার চেষ্টা করছিলেন। কার্যত মুথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। তা দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী।