মন্দিরে জল খেতে ঢোকার ‘অপরাধে’ কিশোরকে বেধড়ক মার, ভাইরাল ভিডিয়ো দেখেই গ্রেফতার অভিযুক্ত
গাজিয়াবাদ(Ghaziabad)-র ওই মন্দির থেকে কিশোরকে বের হতেই তাঁকে ধরে অভিযুক্ত ব্যক্তি। তাঁর নাম ও বাবার নাম জিজ্ঞাসা করার পরই প্রশ্ন করেন, মন্দিরে কেন গিয়েছিল সে। জবাব শুনেই নির্মমভাবে কিশোরকে মারতে থাকেন ওই ব্যক্তি।
ভাগলপুর: সারাদিন রোদে ঘুরে প্রচন্ড জল তেষ্টা পেয়েছিল। আশেপাশে কোনও দোকান না পেয়ে মন্দিরের একটি কল খুলে জল খেয়েছিলেন বছর ১৬-র এক কিশোর। এতেই কপালে জুটল বেধড়ক মার। তার একমাত্র অপরাধ, সে ধর্মে মুসলিম। সেই কারণেই এক স্থানীয় বাসিন্দার হাতে বেধড়ক মার খেতে হল তাঁকে। নেটদুনিয়ায় এই ভিডিয়ো ভাইরাল (Viral video) হতেই অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ(Police)।
উত্তর প্রদেশ(Uttar Pradesh)-র গাজিয়াবাদের একটি মন্দিরে জল খেতে ঢুকেছিল ওই কিশোর। সেই সময় মন্দিরের বাইরেই দাঁড়িয়ে ছিলেন শ্রীঙ্গী নন্দন যাদব নামক এক ব্যক্তি। কিশোরের চেহারা ও পোশাক দেখে সন্দেহ হতেই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। চোখে মুখে আগে থেকেই ছিল ভয়। নাম ও বাবার নাম জানার পরই ওই ব্যক্তি প্রশ্ন করেন মন্দিরে কী করতে গিয়েছিল সে। জবাবে ওই কিশোর জানায়, জল তেষ্টা পাওয়ায় সে জল খেতে ঢুকেছিল। এই কথা শোনার পরই তাঁকে বেধড়ক মারতে শুরু করেন ওই ব্যক্তি। মচকে দেন হাত, মাটিতে ফেলে পেটে লাথি মারতে থাকেন।
According to a instagram account (hinduektasanghh), A muslim kid was mercilessly beaten for drinking water in a temple. Cc : @ghaziabadpolice @Uppolice pic.twitter.com/61ezNX0zMn
— Mohammed Zubair (@zoo_bear) March 12, 2021
আরও পড়ুন: ৬ বার ফেল! ৪ লক্ষ টাকা দিয়ে ডাক্তারকে পরীক্ষায় বসিয়েও শেষ রক্ষা হল না
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই সমালোচনায় সরব হন নেটাগরিকরা। টুইটারে গাজিয়াবাদ পুলিশকে ট্যাগ করে দ্রুত পদক্ষেপের দাবিও জানান তাঁরা। এরপরই তৎপর হয় পুলিশ। ভিডিয়ো দেখে অভিযুক্তকে চিহ্নিতকরণ করা হয় ও শুক্রবারই তাঁকে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে গাজিয়াবাদের পুলিশ সুপার ইরাজ রাজা বলেন, “ভিডিয়োয় যে ব্যক্তি ওই কিশোরকে মারধর করছিল, তাঁকে চিহ্নিত করা গিয়েছে। তাঁর নাম শ্রীঙ্গী নন্দন যাদব। তিনি আদতে বিহারের ভাগলপুরের বাসিন্দা। গ্রেফতার করার পর তাঁর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।”
আরও পড়ুন: ভোটের আগেই শুরু হিংসার রাজনীতি, রাতের অন্ধকারে কুপিয়ে খুন করা হল বিজেপি বুথ সভাপতিকে