হায়দরাবাদ: দেশ করোনা থাবায় জবুথবু। এর মধ্যেই অজানা রহস্যজনক রোগ ছড়াতে শুরু করল অন্ধ্র প্রদেশে (Andhra Pradesh)। ইতিমধ্যেই রহস্যজনক রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৪০০ জন। দুদিন আগে প্রাণও হারিয়েছেন ৪৫ বছরের এক ব্যক্তি। অন্ধ্র প্রদেশে এই রোগের ‘এপিসেন্টার’ ইলুরু (Eluru)। সেখানে ক্রমাগত মিলছে এই রোগে আক্রান্তদের হদিশ।
বমি বমি ভাব, কাঁপুনি ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো মারাত্মক কিছু উপসর্গ দেখা যাচ্ছে এই রোগে। বয়স ভেদে উপসর্গও প্রায় একই, একথা জানিয়েছেন অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) হেলথ কমিশনার কে ভাস্কর রাও। ইতিমধ্যেই ইলুরুর এক সরকারি হাসপাতালে পরিদর্শনের জন্য গিয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি। সেই হাসপাতালেও ভর্তি রয়েছেন প্রায় ১৫০ জন এই রহস্যজনক রোগে আক্রান্ত ব্যক্তি। ইতিমধ্যে সে রাজ্যে হেলথ এমারজেন্সি জারি করার আবেদন করেছেন চন্দ্রবাবু নাইডু।
চিকিৎসকরা এখনও এই রোগের উৎস সন্ধান করতে পারেননি। তবে চাঞ্চল্যকর ভাবে এই রোগে আক্রান্ত ব্যক্তির কেউই করোনা পজেটিভ নন। এই রহস্যজনক রোগে আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই ইলুরু পুরসভার ৩৪ নম্বর থেকে ৬২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাই একই জল পান করার ফলে এই বিপত্তি কিনা সে দিকটাও খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। কিন্তু জলের পরীক্ষায় কিছু ধরা পড়েনি।
আরও পড়ুন: অক্সিজেনের অভাবে মৃত্যু হল ৬ করোনা রোগীর
ইতিমধ্যেই রোগের কারণ নিয়ে গবেষণা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল, আইসিএমআর ও এইমস। রোগীদের রক্ত ও মূত্র পরীক্ষা করেও অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। ইতিমধ্যেই প্রশাসনের তরফে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে সে রাজ্যে।