Railway: এই স্টেশনের নামে ২৮ খানা অক্ষর, উচ্চারণ করতেই ঘাম ছুটে যায় অনেকের, শুনেছেন কখনও?
Railway: সময়ের সঙ্গে মুখে মুখেই ছোট হয়েছে সেই নাম। রেলের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা ওই স্টেশনটিকে ছোট নামে ডাকে। সোশ্যাল মিডিয়াতেও সম্প্রতি ভাইরাল হয়েছে সেই নাম।

অমরাবতী: কোথাও পাহাড়ের গুহা চিরে, কোথাও সমুদ্রের বুকে! ভারতীয় রেলের নেটওয়ার্ক কোথায় নেই! বৈচিত্র্যে ভরা দেশে রেল স্টেশনগুলিও বিভিন্ন ধরনের। তাদের নাম, তাদের চেহারা, সবই আলাদা আলাদা। আসলে স্টেশনগুলির অবস্থানের জন্যই এমন বৈচিত্র্য চোখে পড়ে।
ভারতীয় রেলের মানচিত্রে রয়েছে এমনই একটি রেল স্টেশন, যার নাম উচ্চারণই করতে পারেন না অনেকে। স্টেশনের নামে রয়েছে মোট ২৮টি অক্ষর। বোঝাই যাচ্ছে, কতটা বড় সেই নাম। শুধু আকারেই বড় নয়, উচ্চারণও বেশ জটিল। সেটা সঠিকভাবে উচ্চারণ করা রীতিমতো চ্যালেঞ্জ। অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলায় অবস্থিত এই স্টেশন।
সময়ের সঙ্গে মুখে মুখেই ছোট হয়েছে সেই নাম। রেলের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা ওই স্টেশনটিকে ছোট নামে ডাকে। সোশ্যাল মিডিয়াতেও সম্প্রতি ভাইরাল হয়েছে সেই নাম।
স্টেশনটির নাম হল ‘ভেঙ্কটনারসিমহারাজুভারিপেটা’। ইংরেজিতে মোট ২৮টি অক্ষর রয়েছে। একটা একটা নামেই এতগুলো অক্ষর। আসলে এই স্টেশনটির নামকরণ করা হয়েছে একজন বৃদ্ধ রাজার নামে।
নামে বড় হলেও আদতে স্টেশনটি ছোট। মাত্র কয়েকটি ট্রেনই থামে সেখানে। এই স্টেশনের উপর দিয়ে যাওয়ার সময় নাম দেখে অবাক হন অনেকেই। নাম উচ্চারণ করতে সমস্যায় পড়েন অনেকেই। তবে ছোট এই স্টেশনটি শুধু নামের জন্যই অনেক বেশি পরিচিতি পেয়েছে।





