e 'ওয়েল ডান ইন্ডিয়া', দেশে একদিনে রেকর্ড ৮০ লক্ষ টিকাকরণ - Bengali News | Narendra Modi said Well Done India after record Vaccination in one day | TV9 Bangla News

‘ওয়েল ডান ইন্ডিয়া’, দেশে একদিনে রেকর্ড ৮০ লক্ষ টিকাকরণ

আন্তর্জাতিক যোগ দিবসে সন্ধেয় ৮টা পর্যন্ত সারা দেশে মোট টিকা পেয়েছেন ৮০ লক্ষ ৯৫ হাজার ৩১৪ জন।

ওয়েল ডান ইন্ডিয়া, দেশে একদিনে রেকর্ড ৮০ লক্ষ টিকাকরণ
ফাইল চিত্র।

|

Jun 22, 2021 | 6:51 AM

নয়া দিল্লি: কেন্দ্র নতুন টিকাকরণ নীতি নিয়ে আসার প্রথম দিনই রেকর্ড। একদিনে করোনা টিকা পেলেন ৮০ লক্ষ মানুষ। আন্তর্জাতিক যোগ দিবসে সন্ধেয় ৮টা পর্যন্ত সারা দেশে মোট টিকা পেয়েছেন ৮০ লক্ষ ৯৫ হাজার ৩১৪ জন। যা টিকাকরণ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি। দেশের এই অভূতপূর্ব সাফল্যে টুইট করে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। টুইটে নমো লিখেছেন, “ভ্যাকসিন করোনা যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। শুভেচ্ছা যাঁরা ভ্যাকসিন নিয়েছেন। আমাদের প্রথম সারির যোদ্ধাদের কুর্নিশ। ওয়েল ডান ইন্ডিয়া।”

আন্তর্জাতিক যোগ দিবস থেকেই কেন্দ্রের নতুন টিকাকরণ নীতি কার্যকরী হয়েছে। যেখানে এ বার থেকে রাজ্যের হাতে বিনামূল্যে করোনা প্রতিষেধক তুলে দেবে কেন্দ্রীয় সরকার। রাজ্যের কাজ হবে সেই টিকা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এর আগে দেশে একদিনে সর্বোচ্চ ৪২ লক্ষ ৬৫ হাজার ১৫৭ জন টিকা পেয়েছিলেন। ২ এপ্রিলের সেই রেকর্ড কার্যত দ্বিগুণ পরিসংখ্যানে। চলতি মাসে নমো জানিয়েছিলেন, ৭৫ শতাংশ টিকা কিনে রাজ্যের হাতে বিনামূল্যে তুল দেবে কেন্দ্র। সেই টিকা রাজ্য বিনামূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। ২৫ শতাংশ টিকা কিনতে পারবে বেসরকারি হাসপাতালগুলি।

কেন্দ্রের পাশাপাশি দ্রুত গতিতে টিকা দিতে বদ্ধ পরিকর রাজ্যগুলিও। হরিয়ানা রোজ ২ লক্ষ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। অসম টিকাকরণে পিছিয়ে থাকা একটি রাজ্য। তারাও আগামী ১০ দিন রোজ ৩ লক্ষ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। কর্নাটক রোজ ৭ লক্ষ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। এইমস প্রধান রণদীপ গুলেরিয়া-সহ চিকিৎসকেৃদের একাংশ জুলাইয়ে দৈনিক ১ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন দেশের কাছে। তার প্রায় কাছাকাছি পৌঁছেছে দেশ। দ্রুত সেই লক্ষ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র।

আরও পড়ুন: বন্ধ হোক অনলাইনে ফ্ল্যাশ সেল, প্রস্তাব কেন্দ্রের, পরামর্শ দিতে পারেন আপনিও