নয়া দিল্লি: গরিব দেশে করোনা টিকা পৌঁছে দিতে আন্তর্জাতিক মঞ্চে তৈরি হয়েছে ইউনাইটেড গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনিজেনিশন যা গাভি (GAVI) নামে পরিচিত। বিশ্বের একাধিক দেশে ভ্যাকসিন চুক্তির মাধ্যমে করোনা টিকা পাঠিয়েছে ভারত। এ পর্যন্ত মোট ৬৫টি দেশে ভারতে তৈরি কোভিশিল্ড বা কোভ্যাক্সিন পৌঁছেছে। এ ছাড়া ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে পাকিস্তান ছাড়া সব প্রতিবেশী দেশে বিনামূল্যে টিকা পাঠিয়েছেন নরেন্দ্র মোদী। ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে টিকা গিয়েছে মালদ্বীপ, নেপাল, বাংলাদেশেও। এ বার গাভির মাধ্যমে টিকা যেতে চলেছে পাকিস্তানে, এমনটাই খবর এসেছে সূত্র মারফত।
গাভির ১৯০টি দেশের মধ্যে একটি দেশ পাকিস্তান। তাই কম উন্নত দেশে টিকা পাঠানোর চুক্তি অনুযায়ী, ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ৪ কোটি ৫০ লক্ষ টিকা যেতে পারে পাকিস্তানে। এ পর্যন্ত পাকিস্তানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৫ লক্ষ ৯৫ হাজার ছাড়িয়েছে। এর আগে কোভ্যাক্সের মাধ্যমে টিকা পেয়েছে ঘানা। সেই টিকা নিয়েছেন ঘানার রাষ্ট্রপ্রধানরাও। এ বার গাভির মাধ্যমে টিকা যেতে পারে পাকিস্তানে।
সোমবার আন্তর্জাতিক মুদ্রাভাণ্ডারের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথন জানিয়েছেন, ভ্য়াকসিন হাব হিসেবে উঠে আসছে ভারতের নাম। কোভ্যাক্সের মাধ্যমে বিভিন্ন দেশে টিকা পাঠানোর জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম।
Thanks ?? & Prime Minister @narendramodi for supporting #VaccinEquity. Your commitment to #COVAX and sharing #COVID19 vaccine doses is helping 60+ countries start vaccinating their #healthworkers and other priority groups. I hope other countries will follow your example.
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) February 25, 2021
অনুন্নত দেশে টিকা পাঠানোর জন্য ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে রাষ্ট্রসঙ্ঘও। এ বার পাকিস্তানে টিকা পাঠাতে চলেছে সিরাম। প্রসঙ্গত, কয়েক দিন আগেই চিন থেকে টিকা নিয়েছে পাকিস্তান। সিনোভ্যাকের প্রায় ৫ লক্ষ ডোজ় এসেছিল ইসলামাবাদে। পাক সেনার জন্য আবার অতিরিক্ত টিকা পাঠিয়েছিল ‘বন্ধু’ লালফৌজ।
আরও পড়ুন: মেয়েকে গণধর্ষণ, অভিযোগ জানানোর দু’দিন পরেই নির্যাতিতার বাবাকে পিষে মারল ট্রাক