AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

11 Years of Modi Era: মেয়েদের শিক্ষা প্রদান থেকে কর্মের জোগান! ১১ বছরেই বিপ্লব এনেছে মোদী সরকার

11 Years of Modi Era: গ্রামীন মহিলাদের স্বনির্ভর করা, মেয়েদের শিক্ষা প্রদান করা, নারীদের সমান অধিকার ও সর্বপরি দেশে নারী নিরাপত্তা বৃদ্ধি। এই প্রতিটি ক্ষেত্রে উন্নয়নই সুনিশ্চিত করে দেশে নারী শক্তির বিকাশকে।

11 Years of Modi Era: মেয়েদের শিক্ষা প্রদান থেকে কর্মের জোগান! ১১ বছরেই বিপ্লব এনেছে মোদী সরকার
প্রধানমন্ত্রী মোদী Image Credit: Getty Image
| Updated on: Jun 08, 2025 | 3:41 PM
Share

নয়াদিল্লি: নারী শক্তির বিকাশেও অবদান রেখেছে ১১ বছরের মোদী শাসনকাল। মহিলাদের স্বনির্ভর করা থেকে শুরু করে প্রতিটা খাতে নারী শক্তিকে এগিয়ে দেওয়া। নজির গড়েছে NDA শাসন।

সাম্প্রতিককালে হওয়া সেনা অভিযান অপারেশন সিঁদুর ভারতের নারী শক্তির সব থেকে বড় উদাহরণ। কারণ পাকিস্তানকে শায়েস্তা করার এই অভিযান মগজাস্ত্রে কষেছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডর ব্যোমিকা সিং। তাদের বুদ্ধিতে চলেছে জঙ্গি দমন অভিযান। শায়েস্তা হয়েছে পাকিস্তান।

তবে শুধুই প্রতিরক্ষা নয়। নারী শক্তির বিকাশ দেশের সর্ব খাতে ঘটিয়েছে মোদী সরকার। গ্রামীন মহিলাদের স্বনির্ভর করা, মেয়েদের শিক্ষা প্রদান করা, নারীদের সমান অধিকার ও সর্বপরি দেশে নারী নিরাপত্তা বৃদ্ধি। এই প্রতিটি ক্ষেত্রে উন্নয়নই সুনিশ্চিত করে দেশে নারী শক্তির বিকাশকে।

যেমন গ্রামে মহিলাদের উন্নয়নের জন্য ও তাদের স্বনির্ভর করে তোলার জন্য ‘দিনদয়াল আন্তঃদয় যোজনা’ শুরু করেছে মোদী সরকার। যার আওতায় ১০ কোটি মহিলাকে ঋণ দিয়ে নিজের ব্যবসা, কর্মসংস্থান তৈরি মাধ্য়মে স্বনির্ভর করেছে কেন্দ্র সরকার। একই দেশে মহিলারা যেন সর্বক্ষেত্রে সমান অধিকার পান, তা নিশ্চিত করতে বাতিল হয়েছে তিন তালাক। বেড়েছে বিয়ের ন্যূনতম বয়স। কর্মক্ষেত্রে বাড়ানো হয়েছে ম্যাটার্নিটি লিভ।

মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থাকে সুনিশ্চিত করতে ক্ষমতায় আসার পরপরই শুরু হয় বেটি বাচাও বেটি পড়াও প্রকল্প। যার সুফল গুনছে প্রতিটা ভারতীয়। কমেছে ভ্রুণ হত্যা। দেশে ভারসাম্য এসেছে কন্যা-পুত্র অনুপাতে। দিশা দেখিয়েছে মোদী সরকার। ১১ বছরেই হয়েছে পট পরিবর্তন।