By Election Results: বাংলা ছাড়াও দেশজুড়ে উপনির্বাচনের ফল প্রকাশ আজ, দেখে নিন এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী কার হার কার জিত…

By Election, বিধানসভা আসন গুলির মধ্যেই বেশিরভাগ কেন্দ্রেই নির্বাচিত বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার ফলেই এই অকাল নির্বাচন। আজ, সকাল থেকেই এই উপনির্বাচনের ভোট গণনার কাজ শুরু করা হয়।

By Election Results: বাংলা ছাড়াও দেশজুড়ে উপনির্বাচনের ফল প্রকাশ আজ, দেখে নিন এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী কার হার কার জিত...
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2021 | 4:43 PM

কলকাতা: গত ৩০ অক্টোবর, ১৩ টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সব মিলিয়ে ২৯ টি বিধানসভা ও ৩ টি লোকসভা আসনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন ভোটাররা। বিধানসভা আসন গুলির মধ্যেই বেশিরভাগ কেন্দ্রেই নির্বাচিত বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার ফলেই এই অকাল নির্বাচন। আজ, সকাল থেকেই এই উপনির্বাচনের ভোট গণনার কাজ শুরু করা হয়। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যওয়াড়ি এই উপনির্বাচনের ফলাফল।

১. হিমাচল প্রদেশ:

হিমাচল প্রদেশে বিজেপির জন্য বড় ধাক্কা। তিনটি বিধানসভা উপনির্বাচনেই জয় লাভ করল বিজেপি। পাশাপাশি মান্ডি লোকসভাতেও উপনির্বাচন হয়েছিল। সেই নির্বাচনেও এগিয়ে রয়েছে কংগ্রেস।

২. মধ্যপ্রদেশ:

মধ্যপ্রদেশ ১ টি লোকসভা ও তিনটি বিধানসভা আসনে ৩০ অক্টোবর উপনির্বাচন হয়েছিল। খান্ডওয়া লোকসভা নির্বাচনে এগিয়ে রয়েছে বিজেপি। তিনটি বিধানসভা আসনের একটিতে এগিয়ে কংগ্রেস, বাকি দুটি আসনে এগিয়ে বিজেপি।

৩. দাদরা ও নগর হাভেলি:

দেশের এই একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা উপনির্বাচন। এই নির্বাচনে মৃত সাংসদ মোহন দেলকরের স্ত্রী কলাবেন দেলকরকে প্রার্থী করে শিবসেনা। তিনি প্রায় ৪৭ হাজার ৪৪৭ ভোটে জয়ী হয়েছেন।

৪. পশ্চিমবঙ্গ:

পশ্চিমবঙ্গেও চারটি আসনে ছিল বিধানসভা নির্বাচন। চারটি আসনেই বিপুল জয় পেল শাসক দল তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনের আগে শান্তিপুর এবং দিনহাটা এই দুটি আসন বিজেপির দখলে ছিল, সেই আসনেও জয় ছিনিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

৫. অসম:

অসমের চারটি আসনে ছিল বিধানসভা নির্বাচন। থোওরা আসনে ইতিমধ্যেই জয় পেয়েছে বিজেপি। বাকি তিনটি আসনে বিজেপি ও তাঁর জোটসঙ্গীরা এগিয়ে রয়েছেন।

৬. রাজস্থান:

রাজস্থানের দুটি আসনেই ছিল বিধানসভা উপনির্বাচন। ধারিয়াবাদ বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেসে এবং বল্লভনগর বিধানসভাতেও বিজেপিত থেকে এগিয়ে রয়েছে কংগ্রেস।

৭. তেলেঙ্গানা:

তেলেঙ্গানার হুজুরাবাদে জয় ধরে রাখল বিজেপি। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির নিকটতম প্রতিদ্বন্দীর থেকে প্রায় ৩ হাজার ২৭০ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।

৮. অন্ধ্রপ্রদেশ:

অন্ধ্রপ্রদেশের একটি আসনেই ছিল বিধানসভা নির্বাচন। শাসক দল ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রার্থী এই নির্বাচনে জিতেছেন।

৯. কর্ণাটক:

কর্ণাটকের হানাগাল বিধানসভাতে ৩০ অক্টোবর বিধানসভা নির্বাচন হয়েছিল। এই কেন্দ্রে কংগ্রেস ভোটে নির্বাচিত হয়েছেন। অপর কেন্দ্রে জিতেছে বিজেপি।

১০. মেঘালয়:

দেশের উত্তর পূর্বে অবস্থিত মেঘালয়ার তিনটি আসনেই উপনির্বাচন ছিল। এই তিনটি আসনেই শাসকদল ন্যাশানাল পিপলস্ পার্টি ও তাদের জোটসঙ্গী ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি তিনটি আসনেই জয়লাভ করেছে।

১১. বিহার:

বিহারে দুটি আসনে বিধানসভা উপনির্বাচন ছিল। দুটি আসনই ধরে রেখেছে নিতিশ কুমারের দল জেডিইউ।

১২. হরিয়ানা:

হরিয়ানার এলেনাবাদে বিজেপিকে হারিয়ে আইএনএলডি প্রার্থী অভয় চৌটালা ভোটে নির্বাচিত হয়েছেন।

১৩. মহারাষ্ট্র:

মহারাষ্ট্রের ডেলগুরে বিজেপি থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী জিতেশ অন্তপুরকর।

১৪. মিজোরাম

মিজোরামের একটি মাত্র আসনে ছিল উপনির্বাচন। এই নির্বাচনে মিজো ন্যাশানাল ফ্রন্টের প্রার্থী জয়লাভ করেছেন।

আরও পড়ুন Shantipur By-Election 2021: ধোপে টিকল না বিতর্ক, বিজেপির জেতা কেন্দ্রেই জয় ছিনিয়ে নিল ঘাসফুল