Salman Khan: পাকিস্তান থেকে আসছিল AK-47, নাবালককে দিয়ে খুন করানো হত সলমনকে!

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 01, 2024 | 12:25 PM

Lawrence Bishnoi Gang: লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা পনভেলে সলমন খানের গাড়ির উপরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। এর জন্য় পাকিস্তানি অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা ছিল।

Salman Khan: পাকিস্তান থেকে আসছিল AK-47, নাবালককে দিয়ে খুন করানো হত সলমনকে!
সলমন খান। ফাইল চিত্র
Image Credit source: Facebook

Follow Us

মুম্বই: বিপদের ফাঁড়া কাটছেই না সলমন খানের। বলিউড অভিনেতা সলমন খানের উপরে ফের হামলার ছক। বাড়ির পর এবার গাড়ি। সলমন খানের গাড়িতে হামলার ছক লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের। সলমনকে প্রাণে মেরে ফেলারই ছক ছিল। হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত চারজনকে আজ গ্রেফতার করে নভি মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা পনভেলে সলমন খানের গাড়ির উপরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। এর জন্য় পাকিস্তানি অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা ছিল।

ধৃতদের নাম ধনঞ্জয় ওরফে অজয় কাশ্যপ, গৌরব ভাটিয়া ওরফে নাহভি, ওয়াসপি খান ওরফে ওয়াসিম চিকনা ও রিজওয়ান খান ওরফে জাভেদ খান। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা সলমন খানের বাড়ি ও ফার্মহাউসের রেইকি করে গিয়েছিল। অজয় কাশ্যপ নামক এক অভিযুক্ত দোগার নামক এক পাকিস্তানি নাগরিকের সঙ্গে যোগাযোগ করে ভিডিয়ো কলের মাধ্যমে। এক-৪৭ র মতো অস্ত্র অর্ডার করা হয়েছিল পাকিস্তান থেকে।

পুলিশ আরও জানিয়েছেন, মুম্বই, রায়গড়, নভি মুম্বই, থানে, পুণে ও গুজরাটের ৬০-৭০ জন যুবক, যারা সকলেই লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য, তারা সলমন খানের উপরে নজর রাখছিল। সলমনের উপরে হামলা চালানোর জন্য নাবালকদের ব্য়বহার করার পরিকল্পনা ছিল। হামলার পর কন্যাকুমারী থেকে নৌকায় করে শ্রীলঙ্কায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

পুলিশের তরফে জানানো হয়েছে, লরেন্স বিষ্ণোই, আনমোল বিষ্ণোই, গোল্ডি ব্রার সহ ১৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

সম্প্রতিই মুম্বইয়ের বান্দ্রায় সলমন খানের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল কয়েকজন দুষ্কৃতী। তাঁরাও লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য ছিলেন। সলমন খানের প্রাণনাশের হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই।

Next Article