শুরু হচ্ছে নভজ্যোতের ‘ক্যাপ্টেন্সি’, বাবার স্মৃতি রোমন্থনেও খোঁচা অমরিন্দরকে!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 19, 2021 | 2:06 PM

নভজ্যোত সিং সিধু টুইটে লেখেন, "আমার বাবাও কংগ্রেস কর্মী ছিলেন, যিনি দেশের স্বাধীনতা যুদ্ধে নাম লেখানোর জন্য রাজপরিবার ছেড়ে এসেছিলেন।"

শুরু হচ্ছে নভজ্যোতের ক্যাপ্টেন্সি, বাবার স্মৃতি রোমন্থনেও খোঁচা অমরিন্দরকে!
শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে নভজ্যোতের বাড়িতে। ছবি:PTI

Follow Us

চণ্ডীগঢ়: মুখ্য়মন্ত্রীর আপত্তি সত্ত্বেও পঞ্জাবের “ক্যাপ্টেন” হয়েছেন নভজ্যোত সিং সিধু। নতুন যাত্রা শুরু করেই গান্ধী পরিবারকে ধন্যবাদ জানাতে ভুললেন না সিধু।

দীর্ঘ টানাপোড়েনের পর গতকাল রাত্রেই পঞ্জাবের কংগ্রেস প্রধান হিসাবে নভজ্যোত সিং সিধুর নাম ঘোষণা করা হয়। এ দিন সকালে তিনি টুইট করে নিজের বাবার কথা লেখেন, যিনি রাজপরিবারের দায়িত্ব ছেড়ে স্বাধীনতা যুদ্ধে নাম লিখিয়েছিলেন। এক টুইটেই তিনি অমরিন্দর সিংকেও এক হাত নিলেন। উল্লেখ্য, অমরিন্দর সিংয়ের বাবা পাতিয়ালার শাসক ছিলেন।

নভজ্যোত সিং সিধু টুইটে লেখেন, “আমার বাবাও কংগ্রেস কর্মী ছিলেন, যিনি দেশের স্বাধীনতা যুদ্ধে নাম লেখানোর জন্য রাজপরিবার ছেড়ে এসেছিলেন। দেশাত্মবোধক কাজকর্মের জন্য তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আজ আমি সেই স্বপ্ন নিয়েই কাজ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং পঞ্জাবে কংগ্রেসের অদমনীয় দুর্গকে আরও শক্তিশালী করব। আমার উপর বিশ্বাস রেখে আমায় এই দায়িত্ব দেওয়ার জন্য কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধীজী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীকে অনেক ধন্যবাদ।”

“জিতেগা পঞ্জাব”-র স্বপ্নপূরণের জন্য তিনি কংগ্রেস পরিবারের সকল সদস্যের সঙ্গে মিলে কাজ করবেন বলে জানান সিধু। প্রাক্তন ক্রিকেটার সিধু কংগ্রেসের চার ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গেই দায়িত্ব নেবেন। সিধুর হাতে পঞ্জাবের দায়িত্ব তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং যে শর্তগুলি রেখেছিলেন, তাও পূরণ করা হয়েছে। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পেয়েছেন একজন হিন্দু ও দলিত নেতা। যদিও এদের কারোর নামের প্রস্তাবই অমরিন্দর সিং দেননি বলে জানা গিয়েছে। আরও পড়ুন: বাদল অধিবেশনের শুরুতেই বিরোধীদের ‘শব্দ বর্ষণ’, হই-হট্টগোলে স্থগিত লোকসভা অধিবেশন

Next Article