মুম্বই : শাহরুখ পুত্রের মাদক কাণ্ডে গ্রেফতারির রেশ ধরেই বিতর্কের সূত্রপাত। এনসিবির জ়োনাল অফিসার সমীর ওয়াংখেড়েকে কটাক্ষ করে একের পর এক মন্তব্য করেছেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। ওয়াংখেড়ের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ওয়াংখেড়ে পরিবার। আদালতের নির্দেশের পরও মুখ বন্ধ হয়নি মালিকের। আর সেই মামলাতেই এবার বম্বে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন নবাব মালিক। আগেই আদালতের তরফে তাঁকে বলতে হয়েছিল, এমন মন্তব্য যাতে কখনও না করেন তিনি। আর এবার ক্ষমা চাইলেন মালিক।
মালিকের তরফে আদালতে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘মহামান্য আদালতের কাছে আমি নিঃশর্ত ক্ষমা চাইছি।’ তিনি আরও বলেছেন, ‘আদালতের নির্দেশ লঙ্ঘন করা বা অসম্মান করার কোনও উদ্দেশ্য আমার ছিল না।’ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও, তা লঙ্ঘন করে মালিক ফের বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন বলে উল্লেখ করেছে আদালত।
আদালতের তরফে তাঁকে বিতর্কিত মন্তব্য করতে নিষেধ করার পরও তিনি বেশ কিছু মন্তব্য করেন। আদালতে মালিকের দাবি, ওই সব মন্তব্য সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে করেছেন তিনি। এতে আদালতের নির্দেশ অমান্য করা হবে না বলেই মনে করেছিলেন তিনি। তবে তিনি এও জানিয়েছেন যে, কেন্দ্রীয় সংস্থাকে যদি রাজনৈতিক কারণে অপব্যবহার করা হয়, তাহলে তিনি অবশ্যই মুখ খুলবেন।
মুম্বইয়ে প্রমোদতরী থেকে মাদক উদ্ধারের তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্য়েই এনসিবির জ়োনাল অফিসার সমীর ওয়াংখেড়েকে আক্রমণ করেন এনসিপি নেতা নবাব মালিক। তিনি সমীর ওয়াংখেড়ের প্রথম স্ত্রীর কথা টেনে দাবি করেছিলেন যে, সমীর ওয়াংখেড়ে ভুয়ো জনজাতি সার্টিফিকেট দেখিয়ে সরকারি সুবিধা নিচ্ছেন। তিনি আদতে মুসলিম। এরপরই মুম্বইয়ের ওয়াডালার সেন্ট জোসেফ হাই স্কুল এবং দাদরের সেন্ট পল হাই স্কুল থেকে সমীর ওয়াংখেড়ের সার্টিফিকেট বের করে পোস্ট করা হয়।
নবাব মালিকের দাবি ছিল, জন্মগতভাবে সমীর ওয়াংখেড়ে মুসলিম হলেও তিনি ভুয়ো হিন্দু জনজাতি শংসাপত্র ব্যবহার করে ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন এবং সেখান থেকেই সরকারি চাকরি পেয়েছেন। এর আগে নবাব মালিক সমীর ওয়াংখেড়ের জন্ম শংসাপত্রও প্রকাশ্যে এনেছিলেন, যেখানে তাঁর নাম সমীর দাউদ ওয়াংখেড়ে হিসাবেই উল্লেখ করা ছিল। ধর্ম ঘিরে বিতর্ক দানা বাঁধতেই সমীর ওয়াংখেড়ে একটি বিবৃতি প্রকাশ করে বলেছিলেন, তাঁর বাবা হিন্দু হলেও তাঁর প্রয়াত মা মুসলিম ছিলেন। এই ঘটনায় মালিকের বিরুদ্ধে মানহানির মামলা করেন সমীর ওয়াংখেড়ের বাবা ধ্যানচাঁদ ওয়াংখেড়ে। সেই মামলাতেই মালিককে নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে তিনি ওই ধরনের মন্তব্য আর না করেন।
আরও পড়ুন : Omicron Threat in Kolkata: আশঙ্কা সত্যি হলে ওমিক্রনে কতটা কাবু হতে পারে কলকাতা? স্পষ্ট করলেন চিকিৎসকরাই