Video: সংরক্ষণ কোটা নিয়ে উত্তপ্ত মহারাষ্ট্র, ২ এনসিপি বিধায়কের বাড়িতে অগ্নিসংযোগ
Maharashtra: বিধায়কদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় একনাথ শিন্ডে সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন শরদ-কন্যা সুপ্রিয়া সুলে। এদিনের ঘটনা 'মহারাষ্ট্রের ট্রিপল ইঞ্জিন সরকারের ব্যার্থতা' বলে কটাক্ষ করেছেন তিনি। যদিও ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও।
মুম্বই: সংরক্ষণ কোটা নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত মহারাষ্ট্র (Maharashtra)। এবার জনতার রোষের কবলে খোদ বিধায়ক। একেবারে আগুন ধরিয়ে দেওয়া হল শরদ পাওয়ারের দলের (NCP) দুই বিধায়কের বাড়িতে। বিধায়কের উপস্থিতিতেই তাঁর বাড়িতে আগুন ধরানো হয়। সোমবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের বিড় জেলায়। বিধায়কের বাড়িতে অগ্নিসংযোগের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, সংরক্ষণ কোটা প্রসঙ্গে এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কে বিরূপ মন্তব্য করেছিলেন। তারই শিক্ষা দিতে বিক্ষোভকারীরা এদিন দুপুরে প্রকাশ সোলাঙ্কের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাড়ির সামনে পার্কিংয়ে থাকা গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এরপর এনসিপি বিধায়ক সন্দীপ কিসিসাগড়ের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কেবল এনসিপি বিধায়কেরা নন, বিড় জেলায় একনাথ শিন্ডে গোষ্ঠীর সদস্য হিসাবে পরিচিত, প্রাক্তন মন্ত্রী জয়াদত্তজি কিসিসাগড়ের অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়। আবার ভাদাগাঁও নিমিবালকার গ্রামে বিক্ষোভকারীরা উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ছবি দেওয়া পোস্টার বিকৃত করে ক্ষোভ প্রকাশ করেছে।
বিক্ষোভকারীদের এহেন আচরণের নিন্দায় সরব হয়েছেন এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কে। তিনি জানান, বিক্ষোভকারীরা যখন তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করে, তখন তিনি বাড়িতেই ছিলেন। শুরুতেই তিনি বুঝতে পেরেছিলেন এবং বরাতজোরে সপরিবারে বাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। এতদিনের হামলার ঘটনায় তিনি বা তাঁর পরিবারের কেউ জখম হননি, তবে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক।
#WATCH | Beed, Maharashtra: Maratha reservation agitators vandalised and set the residence of NCP MLA Prakash Solanke on fire. pic.twitter.com/8uAfmGbNCI
— ANI (@ANI) October 30, 2023
বিধায়কদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় একনাথ শিন্ডে সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন শরদ-কন্যা সুপ্রিয়া সুলে। এদিনের ঘটনা ‘মহারাষ্ট্রের ট্রিপল ইঞ্জিন সরকারের ব্যার্থতা’ বলে কটাক্ষ করেছেন তিনি। যদিও ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও। গোটা বিষয়টি খতিয়ে দেখতে বোর্ড গঠন করার কথাও বলেছেন তিনি।
সরকারি চাকরিতে মরাঠা সম্প্রদায়ের জন্য সংরক্ষণ চেয়ে অনশনে বসেছেন আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল। তাঁর অভিযোগ, মারাঠারা দীর্ঘদিন ধরে সংরক্ষণের দাবি জানিয়ে আসছে। কিন্তু, রাজ্যের শাসক এবং বিরোধী দু-পক্ষই এব্যাপারে কোনও পদক্ষেপ করেনি। এর উপর শরদ পাওয়ারের দলের বিধায়ক প্রকাশ সোলাঙ্কে এই আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ।