NCRB Report 2022: ধর্ষণে এক নম্বর রাজস্থান, মহিলাদের জন্য সবথেকে অনিরাপদ কোন শহর?
NCRB Report 2022: চার রাজ্যের নির্বাচনী ফলাফলের পাশাপাশি ৩ ডিসেম্বর এই প্রতিবেদন প্রকাশ করেছে এনসিআরবি। রিপোর্ট অনুযায়ী ২০২১ সালের তুলনায় ২০২২-এ ভারতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২-এ ভারত জুড়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মোট ৪,৪৫,২৫৬টি মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে, সবথেকে বেশি উদ্বেগ রয়েছে নয়া দিল্লি নিয়ে।
নয়া দিল্লি: ভারতের মধ্যে মহিলাদের জন্য সবচেয়ে অনিরাপদ শহর কোনটি জানেন? খোদ রাজধানী দিল্লি। আমরা বলছি না, বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি-র (NCRB) ২০২২ সালের বার্ষিক রিপোর্ট। চার রাজ্যের নির্বাচনী ফলাফলের পাশাপাশি ৩ ডিসেম্বর এই প্রতিবেদন প্রকাশ করেছে এনসিআরবি। রিপোর্ট অনুযায়ী ২০২১ সালের তুলনায় ২০২২-এ ভারতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২-এ ভারত জুড়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মোট ৪,৪৫,২৫৬টি মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে, সবথেকে বেশি উদ্বেগ রয়েছে নয়া দিল্লি নিয়ে। ২০১২ সালে দিল্লিতে ঘটেছিল নির্ভয়া কাণ্ড। সেই সময় মহিলাদের নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন সাধারণ মানুষ। নির্ভয়া কাণ্ডের দোষীদের শাস্তিও হয়ে গিয়েছে। কিন্তু, দিল্লি রয়ে গিয়েছে দিল্লিতেই।
উদ্বেগ দিল্লি-মুম্বই নিয়ে
এনসিআরবি-র তথ্য অনুসারে, ২০২২ সালে নয়া দিল্লিকে ধর্ষণ হয়েছে ১,২০৪টি। সারা দেশে মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের যে কয়টি মামলা হয়েছে, তার ৩১.২০ শতাংশই রিপোর্ট করা হয়েছে দিল্লি থেকে। এনসিআরবি-র তথ্য বলছে, ২০২২ সালে ভারতের ১৯টি মেট্রো শহর থেকে মোট ৪৮,৭৫৫টি মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা রিপোর্ট করা হয়েছে। দিল্লিতেই ঘটেছে সবথেকে বেশি অপরাধ। রিপোর্ট করা হয়েছে ১৪,১৫৮টি ঘটনা। এই তথ্য থেকেই নয়া দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের লজ্জাজনক ছবিটা স্পষ্ট হয়ে যায়। কার্যত ২০২২ সালে, ভারতের রাজধানী শহরে প্রতিদিন গড়ে তিনটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি উদ্বেগ রয়েছে মুম্বই শহর নিয়েও। মুম্বই থেকে একই সময়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ৬,১৭৬টি রিপোর্ট করা হয়েছে। কলকাতার ছবিটা অনেকটাই ভাল। কলকাতা থেকে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা রিপোর্ট করা হয়েছে ১৮৯০টি।
রাজ্যভিত্তিক প্রবণতা
শহর হিসেবে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে দিল্লি এগিয়ে থাকলে, রাজ্য হিসেবে এগিয়ে রয়েছে উত্তর প্রদেশ। গত কয়েক বছরে উত্তর প্রদেশে মহিলাদের বিরুদ্ধে লাগাতার অপরাধের ঘটনা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। এনসিআরবি জানাচ্ছে, এই রাজ্য থেকেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের সবথেকে বেশি ঘটনা রিপোর্ট করা হয়েছে। ২০২২-এ ৬৫,৭৪৩টি এই ধরনের মামলা হয়েছে যোগী-রাজ্যে। এরপর রয়েছে মহারাষ্ট্র, মামলার সংখ্যা ৪৫,৩৩১। তারপর রাজস্থান, ৪৫,০৫৪টি।
কী কী ধরনের অপরাধ হয়েছে মহিলাদের বিরুদ্ধে
এনসিআরবি-র রিপোর্টে দেখা যাচ্ছে ধর্ষণ বা হত্যা নয়, মহিলাদের বিরুদ্ধে অপরাধের সবথেকে বেশি ঘটনা ঘটে বাড়ির চার দেওয়ালের মধ্য়েই। মহিলাদের বিরুদ্ধে অপরাধের যতগুলি ঘটনা ঘটেছে, তার মধ্যে ৩১.৪ শতাংশ ক্ষেত্রেই অভিযোগ এসছে গার্হস্থ্য হিংসার। অর্থাৎ, স্বামী বা অন্য কোনও আত্মীয়র হাতে নির্যাতিত হতে হয়েছে মহিলাদের। এরপর রয়েছে মহিলাদের অপহরণের ঘটনা। ১৯.২ শতাংশ ক্ষেত্রে অভিযোগ রয়েছে অপহরণের। যৌন হেনস্থার অভিপ্রায়ে আক্রমণের অভিযোগ রয়েছে ১৮.৭ শতাংশ ক্ষেত্রে। ধর্ষণের অভিযোগ রয়েছে ৭.১ শতাংশ।
ধর্ষণে এগিয়ে রাজস্থান
পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ৩১,৫১৬টি ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। সর্বাধিক রিপোর্ট এসেছে রাজস্থান থেকে, ৫,৩৯৯টি। এরপর রয়েছে উত্তর প্রদেশ, ৩,৬৯০টি। তারপর মধ্য প্রদেশ, ৩,০২৯টি।
উত্তর প্রদেশ নিয়ে বিশেষ উদ্বেগ
এনসিআরবি-র রিপোর্চে বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়েছে উত্তর প্রদেশ নিয়ে। কারণ, এই রাজ্যে শুধু ধর্ষণ নয়, ধর্ষণের পর হত্যা করার প্রবণতা দেখা যাচ্ছে। যোগীর রাজ্য থেকে ধর্ষণ বা গণধর্ষণের পর খুনের ৬২টি মামলা রিপোর্ট করা হয়েছে।