উত্তর বললেই লাখ টাকা, ২ ‘সলভারে’র আড়ালে আসল খেলা খেলেছিল বি.টেক পড়ুয়া, CBI-র জালে NEET দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’

NEET Scam: শুক্রবারই গ্রেফতার করা হয় দুই পড়ুয়াকে। তাদের নাম কুমার মঙ্গলম বিষ্ণোই ও দীপিন্দর কুমার শর্মা। দুজনেই ভরতপুর মেডিক্যাল কলেজের পড়ুয়া। এরাই 'সলভার' হিসাবে কাজ করেছিল।

উত্তর বললেই লাখ টাকা, ২ 'সলভারে'র আড়ালে আসল খেলা খেলেছিল বি.টেক পড়ুয়া, CBI-র জালে NEET দুর্নীতির 'মাস্টারমাইন্ড'
ফাইল চিত্রImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 21, 2024 | 6:55 AM

নয়া দিল্লি: নিট পরীক্ষায় যে বেনিয়ম হয়েছে, তা প্রমাণিত। এবার নিট দুর্নীতির মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই। শনিবারই জানা যায়, নিট-ইউজির প্রশ্নপত্র ফাঁসের প্রধান চক্রী ও দুই পড়ুয়াকে গ্রেফতার করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন। ধৃত দুই ছাত্র ‘সলভার’ হিসাবে কাজ করত। অর্থাৎ তারা অন্য় পরীক্ষার্থীদের হয়ে উত্তরপত্র লিখে দিত। ধৃতরা এমবিবিএস পড়ুয়া বলেই জানা গিয়েছে।

সিবিআই সূত্রে খবর, শুক্রবারই গ্রেফতার করা হয় দুই পড়ুয়াকে। তাদের নাম কুমার মঙ্গলম বিষ্ণোই ও দীপিন্দর কুমার শর্মা। দুজনেই ভরতপুর মেডিক্যাল কলেজের পড়ুয়া। এরাই ‘সলভার’ হিসাবে কাজ করেছিল।টেকনিক্য়াল সার্ভেল্যান্স দেখে জানা যায়, নিট-ইউজি পরীক্ষার দিন হাজারিবাগে উপস্থিত ছিল ওই দুই মেডিক্যাল পড়ুয়া।

এদিকে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছিলেন পঙ্কজ কুমার নামক এক যুবক। সে আবার পেশায় ইঞ্জিনিয়ার। আগেই পঙ্কজকে গ্রেফতার করেছে সিবিআই। জানা গিয়েছে, হাজারিবাগে এনটিএ-র ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র চুরি করেই তা লাখ লাখ টাকায় বিক্রি করা হয়েছিল পরীক্ষার আগেরদিন রাতে।

তবে গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড হলেন শশীকান্ত পাসওয়ান ওরফে পশু। তাঁকেও গ্রেফতার করেছে সিবিআই। জানা গিয়েছে, জামশেদপুরের ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজির বি.টেক পড়ুয়া শশীকান্ত। কুমার ও রকি নামক দুই অভিযুক্তের সঙ্গে হাত মিলিয়েই প্রশ্নপত্র ফাঁস ও অনলাইনে তা বিক্রির পরিকল্পনা করেছিল শশীকান্ত। এখনও পর্যন্ত নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ৬টি এফআইআর দায়ের করেছে সিবিআই।