Nehru-Syama Prasad: ‘মুখার্জির কথা গোটা দেশ শোনে’, সেদিন শ্যামাপ্রসাদকে থামতে দেননি খোদ নেহরু!
Nehru-Syama Prasad: তখন সাংসদ ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভারতীয় জনসঙ্ঘ তৈরি করে তখন তিনটি আসন পেয়েছেন সংসদে। সাংসদের সংখ্যা কম থাকায়, তাঁর বক্তব্যের জন্য বরাদ্দ সময়ও ছিল কম।
নয়া দিল্লি: কংগ্রেসের আদর্শচ্যুতি হয়েছে, এমনটাই মনে করছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বর্তমান কংগ্রেসকে ‘জাতীয় কংগ্রেস’ বলতে রাজি নন শর্মিষ্ঠা। তাঁর বাবা প্রণব মুখোপাধ্যায় দেশের রাষ্ট্রপতি হওয়ার আগে দীর্ঘদিন কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক হিসেবে লড়াই করেছেন। তাই কংগ্রেসকে খুব কাছ থেকে দেখেছে শর্মিষ্ঠা। কংগ্রেসের পুরনো আদর্শ-নীতির কথা বলতে গিয়ে নেহরু ও শ্যামাপ্রসাদের একটি গল্প বলেন তিনি, যা তাঁর বাবার কাছ থেকে শোনা।
TV9 বাংলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলেন, “এখন যাঁরা কংগ্রেসে আছেন, তাঁদের জাতীয় কংগ্রেস বলতে ইচ্ছা করে না। তাঁদের ‘রাহুল-কংগ্রেস’ বলি। তাঁরা কংগ্রেসের মূল্যবোধ, আদর্শ বোঝে? বিরোধিতা থাকলেও নানা মত থাকবে, আলোচনা খুব গুরুত্বপূর্ণ।” এই প্রসঙ্গেই বাবার কাছ থেকে শোনা একটি ঘটনার কথা উল্লেখ করেছেন শর্মিষ্ঠা।
তখন সাংসদ ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভারতীয় জনসঙ্ঘ তৈরি করে তখন তিনটি আসন পেয়েছেন সংসদে। সাংসদের সংখ্যা কম থাকায়, তাঁর বক্তব্যের জন্য বরাদ্দ সময়ও ছিল কম। কিন্তু যে কোনও বিষয়েই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দীর্ঘক্ষণ বক্তব্য রাখতে পারতেন, স্পিকারও তাঁকে থামাতেন না। এরকমই একদিন শ্যামাপ্রসাদ যখন সংসদে বক্তব্য পেশ করছেন, তখন দীর্ঘ বক্তব্য নিয়ে অভিযোগ জানাতে উঠে দাঁড়ান এক কংগ্রেস সাংসদ। আর সেই সাংসদকে থামিয়ে দেন খোদ জওরহরলাল নেহরু। তিনি ওই কংগ্রেস সাংসদকে বলেছিলেন, “আপনি যখন কথা বলেন, তখন সংসদ সেটা শোনা, আর মুখার্জীর কথা গোটা দেশ শোনে।” শ্যামাপ্রসাদকে এভাবেই নাকি বলার সুযোগ করে দিয়েছিলেন নেহরু।
সেই গল্প বলেই শর্মিষ্ঠা মুখোপাধ্যায় দাবি করেন, একসময় কংগ্রেস বিরোধীদের সঙ্গেও সুসম্পর্ক রাখতেন। সেই আদর্শ থেকে বর্তমান কংগ্রেস সরে এসেছে বলে আক্ষেপ করেন তিনি।