
নয়াদিল্লি: সংঘ পরিবারের একনিষ্ঠ সৈনিক থেকে প্রধানমন্ত্রী, জীবনের প্রতিটি পর্ব যেন এক একটি অধ্যায়। আর সেই অধ্যায়গুলিকে নিজের হাতে লিখিত আকারে বুনেছেন আইনজীবী বার্জিস দেশাই। মোদীকে নিয়ে লিখেছেন নতুন বই। নাম ‘মোদী মিশন’।
বিভিন্ন জনসভায় গিয়ে এই নির্দিষ্ট শব্দবন্ধনী উল্লেখ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী যে একটা মিশন বা উদ্দেশ্যর নাম, সেটাই বারংবার জনসাধারণকে মনে করিয়ে দিয়েছেন তিনি। এবার তাঁর সেই ‘মিশন’ উঠে এসেছে বইয়ের পাতায়। যা প্রকাশিত হবে শুক্রবার অর্থাৎ আগামিকাল।
মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের হাতেই প্রকাশিত হতে চলেছে এই নতুন বই। যাতে থাকবে মোদীর ছেলেবেলা থেকে আজকের সময় পর্যন্ত। বলে রাখা প্রয়োজন, প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা এই নতুন বই কোনও আত্মজীবনী নয়। তিনি কী করেছেন, কী করেননি, সেই প্রসঙ্গে এই বইতে একটা মুহুর্তের জন্যও গুরুত্ব দেওয়া হয়নি। বরং ছেলেবেলা থেকে আজ পর্যন্ত তাঁর নানা অভিজ্ঞতার কথাই উল্লেখ রয়েছে সেখানে। তিনি কীভাবে সমাজকে দেখেছেন, সেটাই বর্ণিত রয়েছে নতুন বইয়ে।
গোটা বইজুড়ে মোদীকে নিয়ে তৈরি হওয়া মিথ্যাচারের জবাব দিয়েছেন লেখকই। তবে তাতে যে সরাসরি নিজের মতামত জুড়ে দিয়েছেন, এমনটা নয়। বরং মোদীর চোখে ভারত ও তাঁর অভিজ্ঞতাই হয়ে উঠেছে মিথ্যাচারের বিরুদ্ধে লেখকের তুলে নেওয়া হাতিয়ার।
মোদীকে নিয়ে এই নতুন বইটি লিখেছেন মুম্বইয়ের এক প্রথমসারির আইনজীবী। নাম বার্জিস দেশাই। আইনজীবীর পেশার আসার পূর্বে গুজরাটের একটি স্বনামধন্য় পত্রিকার সাংবাদিক ছিলেন তিনি। কাজ করেছেন একাধিক আইন সংস্থার সঙ্গেও। তবে নিজের জীবনের অপরাহ্ন বেলায় এসে ফের যোগ দিয়েছেন লেখালিখির সঙ্গে। যার পরিণাম এই নতুন বইটি।