Parliament Building: ইতিহাসের একটি অধ্যায়ের শেষ করে নতুন অধ্যায় শুরুর অপেক্ষা…

Parliament special session: সোমবার, ১৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। পুরানো সংসদ ভবনেই সেই অধিবেশন শুরু হয়। বলা যায়, এটাই ছিল পুরানো সংসদ ভবনের শেষ অধিবেশন। অন্যদিকে, এদিন বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনার মধ্য দিয়েই নতুন সংসদ ভবনে কাজের সূচনা হবে।

Parliament Building: ইতিহাসের একটি অধ্যায়ের শেষ করে নতুন অধ্যায় শুরুর অপেক্ষা...
নতুন সংসদ ভবন।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 9:59 AM

নয়া দিল্লি: সংসদের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন আগেই হয়েছে। আজ, ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকেই নতুন সংসদ ভবনের (New Parliament Building) কর্মকাণ্ড শুরু হবে। আর তার সঙ্গেই ইতিহাসের একটি অধ্যায়ের যবনিকা পড়বে এবং নতুন ইতিহাস শুরু হবে। বিশেষ অধিবেশনের মধ্য দিয়েই এদিন নতুন সংসদ ভবনে কাজের সূচনা হবে। অন্যদিকে, এদিনই পুরানো সংসদ ভবনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে। বিদায়লগ্নে সংসদের সেন্ট্রাল হলে (Central Hall) যৌথ অধিবেশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পুরানো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনে প্রবেশলগ্নে বিশেষ কিছু অনুষ্ঠান রয়েছে।

সোমবার, ১৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। পুরানো সংসদ ভবনেই সেই অধিবেশন শুরু হয়। বলা যায়, এটাই ছিল পুরানো সংসদ ভবনের শেষ অধিবেশন। তাই অধিবেশনের শেষ দিন বক্তৃতা দিতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরানো সংসদ ভবনের ইতিহাস তুলে ধরে সংসদে তাঁর পা রাখার প্রথম মুহূর্তের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। এরপর এদিন বিদায়লগ্নে সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হলে যৌথ অধিবেশন হবে। সেই অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর ছাড়াও বক্তব্য রাখবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং থেকে রাজ্যসভার দলনেতা পীযূষ গোয়েল, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে এবং লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বক্তব্য রাখবেন। এছাড়া দীর্ঘদিন সাংসদ থাকার জন্য পুরানো সংসদ ভবনকে শ্রদ্ধাঞ্জলি জানাতে বক্তব্য রাখবেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা শিবু সোরেন এবং বিজেপি নেত্রী মেনকা গান্ধী।

যৌথ অধিবেশন শুরুর আগে পুরানো সংসদ ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-সহ সকল সাংসদদের গ্রুপ ফটো তোলারও একটি সেশন রয়েছে। সকাল সাড়ে ৯টা নাগাদ ফটো সেশন হবে। তারপর ১১টা নাগাদ যৌথ অধিবেশন শুরু হবে এবং ১১টা ৪৫ মিনিট নাগাদ পুরানো সংসদ ভবনকে বিদায় জানাবেন সকল সাংসদ।

পুরানো সংসদ ভবন থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ সকল সাংসদ সরাসরি নতুন সংসদ ভবনে যাবেন। শাসক ও বিরোধী দলের সকল সাংসদ একসঙ্গে নতুন সংসদ ভবনে প্রবেশ করবেন। তারপর সেখানে শুরু হবে বিশেষ সংসদীয় অধিবেশন। এদিন সংসদে বেশ কয়েকটি বিল নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। যার মধ্যে রয়েছে, মহিলা সংরক্ষণ বিল, এক দেশ নির্বাচন, নির্বাচন কমিশনার নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিল।

প্রসঙ্গত, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে গত ২৮ মে, রবিবার নতুন সংসদ ভবনের দ্বারোদ্ঘাটন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই সংসদ ভবনে ঐতিহাসিক সেঙ্গোল (Sengol) স্থাপন করা হয়। আগেরদিন রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে সেঙ্গোল তুলে দিয়েছিলেন তামিলনাড়ুর অধিনমের সন্তরা। তারপর ২৮ মে সকালে বিশেষ পুজো অর্চনার মাধ্যমে সংসদ ভবন সেঙ্গোল স্থাপিত হয়। লোকসভা কক্ষে স্পিকারের বসার জায়গার পাশেই সেঙ্গোলটি স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।