‘মেক-ইন-ইন্ডিয়া’য় জোর, এবারের বাজেটে আমদানি শুল্ক বাড়াতে পারেন নির্মলা!

সুমন মহাপাত্র |

Jan 28, 2021 | 4:41 PM

গত বছরও বাজেটে আমদানি শুল্ক বাড়িয়েছিল কেন্দ্র। যার ফলে বাড়তি শুল্ক বসেছিল খেলনা, আসবাব, বৈদ্যুতিক সামগ্রী, জুতো-সহ একাধিক পণ্যে।

মেক-ইন-ইন্ডিয়ায় জোর, এবারের বাজেটে আমদানি শুল্ক বাড়াতে পারেন নির্মলা!
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: এবারের বাজেটে করোনা সেস ও সারচার্জ নিয়ে জল্পনা তুঙ্গে। কৃষকদের আয় বাড়ানোর জন্যও কৃষিঋণে বরাদ্দ বাড়তে পারে এবার। আয়করে খুব একটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তবে সূত্রের খবর এবারের বাজেটে (Budget 2021) বাড়তে পারে আমদানি শুল্ক। করোনা আবহে দেশীয় সংস্থাগুলিকে বাড়তি সুবিধা দিয়ে ‘মেক ইন ইন্ডিয়া’-র পরিসর বাড়ানোই লক্ষ্য কেন্দ্রের। তবে আমদানি শুল্কের বিষয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। এ বিষয়ে আরও আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

গত বছরও বাজেটে আমদানি শুল্ক বাড়িয়েছিল কেন্দ্র। যার ফলে বাড়তি শুল্ক বসেছিল খেলনা, আসবাব, বৈদ্যুতিক সামগ্রী, জুতো-সহ একাধিক পণ্যে। টেলিভিশন, হেডফোন, মিক্সারের ক্ষেত্রেও বসেছিল অধিক আমদানি শুল্ক। জুতোয় আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে বেড়ে হয়েছিল ৩৫ শতাংশ। খেলনার ক্ষেত্রে ২০ শতাংশ থেকে বেড়ে আমদানি শুল্ক হয়েছিল ৬০ শতাংশ। ফ্রিজার, গ্রাইন্ডার ও মিক্সারের ক্ষেত্রে আমদানি শুল্ক হয়েছিল দ্বিগুণ।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করার সময় আমদানি শুল্ক বাড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, ভারত এখন বিশ্বমানের দ্রব্য উৎপাদন ও রফতানি করছে। ‘মেক-ইন-ইন্ডিয়া’-র সুবিধাও পাচ্ছে দেশীয় সংস্থাগুলি। সূত্রের খবর এবারও একই উদ্দেশে আমদানি শুল্ক বাড়াতে পারে কেন্দ্র।

আরও পড়ুন: ২০২২ সালের মধ্যে কৃষক আয় দ্বিগুণ করতে বাজেটে জোর নির্মলার!

কোন ক্ষেত্রে বাড়তে পারে আমদানি শুল্ক?

সংবাদ সংস্থা এএনআইকে শরাতুল অমরচাঁদ মঙ্গলদাস অ্যান্ড কো-এর অংশীদার রজত বোস জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বিগত ৪-৫ বছর ধরে ক্রমাগত আমদানি শুল্ক বাড়িয়েছে। তবে রজতের মতে শুল্ক বাড়লেও আমদানি কমেনি। তাই তিনি মনে করেন, এবারেও অটোমোবাইল-সহ বিভিন্ন কাঁচামালের উপর আমদানি শুল্ক বাড়াতে পারে কেন্দ্র।

Next Article