Nishith Pramanik: খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন নিশীথ প্রামাণিক

Nishith Pramanik: কলকাতা হাইকোর্টে নিশীথের আবেদন খারিজের পরেই ফের তাঁকে গ্রেফতারির জোরালো দাবি করতে দেখা গিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। দিনহাটা থানা ঘেরাওয়ের ডাকও দেন। শোরগোল চলছিল রাজ্য-রাজনীতির আঙিনায়।

Nishith Pramanik: খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন নিশীথ প্রামাণিক
স্বস্তিতে নিশীথ প্রামাণিক Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2024 | 4:13 PM

নয়া দিল্লি: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) খারিজ হয়ে গিয়েছিল আবেদন। তারপরই সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অবশেষে সুপ্রিম নির্দেশেই স্বস্তিতে নিশীথ। পেয়ে গেলেন রক্ষা কবচ। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ২২ জানুয়ারি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে শুনানি পর্যন্ত তার বিরুদ্ধে কোন কঠোর পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ। প্রসঙ্গত, ২০১৮ সালে দিনহাটায় এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় নাম জড়িয়েছিল নিশীথের। নিশীথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিল পুলিশ। যুক্ত হয়েছিল ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ২২৬ ধারা। গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। যদিও গ্রেফতার হননি। 

এদিকে এরইমধ্যে একাধিকবার নিশীথের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে তৃণমূল। এদিকে এরইমধ্যে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ। যদিও হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সেই আবেদন খারিজ হয়ে যায়। খারিজ করে দেয় বিচারপতি রাই চট্টোপাধ্যায় ও সূর্য প্রকাশ কেশিয়ারির ডিভিশন বেঞ্চ। যা নিয়ে চাপানউতোর চলছিলই। 

কলকাতা হাইকোর্টে নিশীথের আবেদন খারিজের পরেই ফের তাঁকে গ্রেফতারির জোরালো দাবি করতে দেখা গিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। দিনহাটা থানা ঘেরাওয়ের ডাকও দেন। ঘটনাকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরেই কোচবিহারের রাজনৈতিক মহলে শোরগোল চলছিলই। তবে নিশীথ যে সুপ্রিম কোর্টে যাবেন সেই ইঙ্গিত মিলছিলই। অবশেষে সুপ্রিম কোর্টে নির্দেশেই স্বস্তিতে কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ।  এদিন বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সঞ্জয় মিথালের বেঞ্চের স্পষ্ট নির্দেশ, ২২ জানুয়ারী পরবর্তী শুনানি পর্যন্ত নিশীথ প্রামানিকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।