AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar Budget Session: ‘একটু শুনুন…’, বিরোধীদের সামনে হাতজোড় করে ‘কাতর’ আর্জি নীতীশের, কী এমন বলতে চাইছেন তিনি?

Bihar Budget Session: কিন্তু হঠাৎ করেই কেন এমন কাণ্ড ঘটাতে গেলেন তিনি? জানা গিয়েছে, অধিবেশনের প্রশ্নোত্তর পর্বকালীন বিহার শরীফে হওয়া এক মহিলা খুনের ঘটনায় শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান এক সিপিআই (মার্কসীয়-লেনিন) বিধায়ক।

Bihar Budget Session: 'একটু শুনুন...', বিরোধীদের সামনে হাতজোড় করে 'কাতর' আর্জি নীতীশের, কী এমন বলতে চাইছেন তিনি?
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারImage Credit: Tv9 Bharatvarsh
| Updated on: Mar 07, 2025 | 2:24 PM
Share

পটনা: দেশের আর সকল রাজ্যে মতোই অবশেষে বিহারেও শুরু হয়েছে বাজেট অধিবেশন পর্ব। চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। আর সেই বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে বিহার বিধানসভার অন্দর থেকে উঠে এল অন্য রকম ছবি। দেখা গেল, বিরোধীদের দিকে হাতজোড় করে দাঁড়িয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

কিন্তু হঠাৎ করেই কেন এমন কাণ্ড ঘটাতে গেলেন তিনি? জানা গিয়েছে, অধিবেশনের প্রশ্নোত্তর পর্বকালীন বিহার শরীফে হওয়া এক মহিলা খুনের ঘটনায় শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান এক সিপিআই (মার্কসীয়-লেনিন) বিধায়ক। বামনেতার দেখাদেখি, নীতীশ কুমার ও তাঁর সরকারের বিধায়কদের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করেন অন্য বিরোধী দলের বিধায়করাও।

ক্ষণিকের মধ্যে বিধানসভার অন্দরের বাতাসে মিশে যায় প্রতিবাদের সুর। সেই সময়ই উঠে দাঁড়িয়ে বিরোধী নেতাদের শান্ত করার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এমনকি, খুনের খবর পাওয়া মাত্রই যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তাও দাবি করেন তিনি। কিন্তু কোনও মতেই থামেনা স্লোগান। বরং, গলার জোর আরও বাড়িয়ে দেয় বিরোধীরা।

তখনই হাতজোড় করে নীতীশ কুমারকে বলতে দেখা যায়, ‘আপনারা ফালতু কথা বলছেন। রাজ্যে যেখানেই কোনও অপরাধমূলক ঘটনা ঘটে, আমরা তখনই তৎপর ভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে থাকি। আমি হাতজোড় করে আপনাদের বলছি, একটু শুনুন, অধিবেশনে বাধা তৈরি করবেন না, নিজেদের জায়গায় বসুন ও সংসদের শৃঙ্খলা বজায় রাখুন।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার নালন্দার বিহার শরিফ লাগোয়া এলাকা থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ। পায়ে গাঁথা প্রায় ৯টি পেরেক। গোটা শরীরে আর কোনও ক্ষতচিহ্ন নেই। পেরেকের জেরে কীভাবে মৃত্যু সেই নিয়ে সংশয়ে পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, সম্ভবত ধর্ষণের কারণেই মৃত্যু হয়েছে সেই মহিলার। এরপরই আজ সেই খুনের ঘটনা ঘিরে তোলপাড় হয় বিধানসভায়।