
পটনা: ভোট আসলেই ভাতাও আসে! এটাই যেন এখন রাজনীতির নয়া নিয়ম। বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা। দ্বাদশ শ্রেণি পাশ করলে মিলবে ৪০০০ টাকা। স্নাতক পাশ হলে ৬০০০ টাকা। মন্ত্রিসভার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
বিহার সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, রাজ্যের যুবক-যুবতীদের জন্য নতুন ইন্টার্নশিপের ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য মাসে মাসে আর্থিক ভাতাও দেওয়া হবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা। ১৮ থেকে ২৮ বছর বয়সীরাই এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন।
এই প্রকল্পে বলা হয়েছে, যারা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন বা যাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং রয়েছে, তারা মাসে ৪০০০ টাকা পাবেন। যারা আইটিআই পাশ করেছেন বা ডিপ্লোমা ডিগ্রি রয়েছে, তারা মাসে ৫০০০ টাকা করে ভাতা পাবেন। আর যারা স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ, তারা ৬ হাজার টাকা করে প্রতি মাসে পাবেন।
বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। যদি কেউ অন্য জেলায় কাজ করেন, তবে তাদের অতিরিক্ত ২০০০ টাকা দেওয়া হবে। ভিন রাজ্যে ইন্টার্নশিপ করতে গেলে রাজ্য সরকার দেবে আরও ৫০০০ টাকা। এর জন্য রাজ্যের পকেট থেকে খরচ হবে ৬৮৫.৭৬ কোটি টাকা।
নীতীশ কুমারের সরকার জানিয়েছে, ৩ মাস থেকে ১২ মাস মেয়াদ হবে এই ইন্টার্নশিপের। ইন্টার্নশিপে যোগ দিলে, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতা পৌঁছে যাবে মাসে মাসে। বছরে ৫ হাজার পড়ুয়াকে আপাতত সাহায্য করার পরিকল্পনা রাজ্য সরকারের। পরে সংখ্যাটা বাড়িয়ে ১ লক্ষে নিয়ে যাওয়া হবে।
এর কয়েক দিন আগে বিধবা ভাতা ও প্রবীণ নাগরিকদের পেনশনও বাড়ানো হয়েছে। আগে ৪০০ টাকা করে পেতেন তারা। এবার থেকে ১১০০ টাকা করে দেওয়া হবে। জুলাই মাস থেকেই এই বর্ধিত পেনশন পাওয়া যাবে।
প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাসেই বিহারে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গিয়ে প্রচার সেরেছেন। সম্প্রতিই এনডিএ-র তরফে জানানো হয়, নীতীশ কুমারই মুখ্যমন্ত্রীর মুখ হবেন।