AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১ বছর ধরে বিহারে লাগানো হবে ৫ কোটি গাছ

মুখ্যমন্ত্রীর (Chief Minister) এমন ঘোষণায় খুশি রাজ্যবাসী। আগামী ১ বছরে ৫ কোটি গাছ বোনা হতে চলেছে বিহারে।

১ বছর ধরে বিহারে লাগানো হবে ৫ কোটি গাছ
ফাইল ছবি
| Updated on: Jun 05, 2021 | 7:14 PM
Share

পাটনা: আজ থেকে আগামী ১ বছরে ৫ কোটি গাছ লাগানো হবে বিহারে (Bihar)। এমনটাই ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। তিনি মনে করেন রাজ্যে সবুজায়ন প্রয়োজন। তাই বিশ্ব পরিবেশ দিবসে এমন ঘোষণা করেন তিনি। ৫ জুন দিনটি উদযাপন করেন নীতীশ।

নিজে হাতে প্রথম চারা গাছ বুনে এই বিপুল কর্মকাণ্ডের উদ্বোধন করেন বিহারের মুখ্যমন্ত্রী। নিজের বাড়িতেই চারাগাছটি লাগান তিনি। সেই সময় তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন সরকারি কর্তা। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় খুশি রাজ্যবাসী। আগামী ১ বছরে ৫ কোটি গাছ বোনা হতে চলেছে বিহারে।

সরকারি সংস্থার পাশাপাশি নানা বেসরকারি সংস্থাও এই উদ্যোগে সামিল হবে বলে জানা গিয়েছে। এর আগে ২০১২ সালে জীবন হরিয়ালি কর্মসূচির মাধ্যমেও বিহারে প্রচুর গাছ বোনা হয়েছে। ২০০০ সালে রাজ্য ভাগ হয়ে নতুন রাজ্য ঝাড়খণ্ড গড়ে ওঠে। সেই সময় বিস্তীর্ণ বনভূমি ঝাড়খণ্ডের অধীনে চলে যায়। তারপর থেকেই নানা উদ্যোগে বিহারে বিপুল গাছ লাগানো হয়েছে।

এবারের ৫ কোটির মধ্যে ১ কোটি ২৪ লক্ষ গাছ বুনবে সরকারি বন বিভাগের কর্মীরা। পাশাপাশি ২ কোটি গাছ বোনার দায়িত্ব থাকবে সাধারণ মানুষের ওপর। নানা অবাণিজ্যিক সংস্থা বহু গাছ লাগাবে। এছাড়াও কৃষকেরা গাছ বোনার জন্য ৬০ টাকা মুজুরি পাবেন।

আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মুম্বইয়ে গ্রেফতার ৬