AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nitish Kumar Oath Ceremony: বিহারের ১৯তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নীতীশের

Nitish Kumar Oath Ceremony: বিহারের ১৯তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নীতীশের

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Nov 20, 2025 | 3:56 PM

Share

Nitish Kumar Oath Ceremony: শপথগ্রহণ করেছেন আগের মন্ত্রিসভায় নীতীশের দুই ডেপুটি, বিজেপির বিজয় সিন্‌হা এবং সম্রাট চৌধরি। বুধবারই নীতীশকে বিহার বিধানসভায় এনডিএর নেতা হিসাবেও বেছে নেওয়া হয়েছে। তার পরেই বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন নীতীশ।

নয়া দিল্লি: দশম বার! ২৫ বছরে দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নিলেন নীতীশ। শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা।  শপথগ্রহণ করেছেন আগের মন্ত্রিসভায় নীতীশের দুই ডেপুটি, বিজেপির বিজয় সিন্‌হা এবং সম্রাট চৌধরি। বুধবারই নীতীশকে বিহার বিধানসভায় এনডিএর নেতা হিসাবেও বেছে নেওয়া হয়েছে। তার পরেই বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন নীতীশ। উল্লেখ্য, নীতীশ দশ বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী।