Nitish Kumar: কোথায় তিক্ততা? মোদীর প্রশ্নে নিমেষেই উপমুখ্যমন্ত্রী হিসাবে এর নাম নিলেন নীতীশ…

Bihar Political Turmoil: সূত্রের খবর, এনডিএ জোটে ফেরা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছিলেন নীতীশ কুমার। সেই সময়ে তাঁকে প্রশ্ন করা হয়, কাকে উপমুখ্যমন্ত্রী হিসাবে চান। সঙ্গে সঙ্গেই সুশীল মোদীর নাম নেন নীতীশ।

Nitish Kumar: কোথায় তিক্ততা? মোদীর প্রশ্নে নিমেষেই উপমুখ্যমন্ত্রী হিসাবে এর নাম নিলেন নীতীশ...
নীতীশ কুমার-সুশীল মোদী। ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 28, 2024 | 7:25 AM

পটনা: ফের পট পরিবর্তন বিহারে। মহাগঠবন্ধন জোট ভেঙে আবার এনডিএ-তে ফিরছেন নীতীশ কুমার। মুখ্যমন্ত্রীও হবেন তিনিই। নতুন সরকারে উপমুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়েই এখন জল্পনা। সূত্রের খবর, তিক্ততা ভুলে প্রাক্তন সঙ্গীকেই উপমুখ্যমন্ত্রী হিসাবে চান নীতীশ (Nitish Kumar)। বিজেপি নেতা সুশীল মোদী (Suhil Modi)-র নাম বেছে নিয়েছেন তিনি

জোট বদলের জল্পনা সামনে আসতেই মন্ত্রিসভার রদবদলের বিষয়টিও উঠে আসে। সূত্র মারফত জানা গিয়েছে, বিজেপির সঙ্গে নতুন জোট সরকার গঠনের পরই লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দলের সমস্ত মন্ত্রীদের পদচ্যুত করবেন নীতীশ। তাদের জায়গায় বিজেপির নেতাদের মন্ত্রী করা হবে। মহাগঠবন্ধন জোটে এতদিন উপমুখ্যমন্ত্রী ছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁকেও গদি থেকে সরিয়ে ফেলবেন নীতীশ কুমার। তেজস্বীর জায়গা কে নেবেন, তা নিয়েই সংশয়।

সূত্রের খবর, এনডিএ জোটে ফেরা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছিলেন নীতীশ কুমার। সেই সময়ে তাঁকে প্রশ্ন করা হয়, কাকে উপমুখ্যমন্ত্রী হিসাবে চান। সঙ্গে সঙ্গেই সুশীল মোদীর নাম নেন নীতীশ।

প্রসঙ্গত, আগেও নীতীশ কুমারের সরকারে তিনবার উপমুখ্যমন্ত্রী ছিলেন সুশীল মোদী। নীতীশ কুমারের ‘ডান হাত’ বলা হত তাঁকে, কিন্তু বিজেপির সঙ্গে জোট ভাঙার পর থেকে নীতীশ কুমারকে আক্রমণের কোনও সুযোগ ছাড়েননি সুশীল মোদী।

পুরনো বন্ধুত্বই হোক বা দীর্ঘদিনের পরিচয়, বিজেপির সঙ্গে গড়া নতুন সরকারে সুশীল মোদীকেই আবার উপমুখ্যমন্ত্রী পদে চান নীতীশ কুমার।

সূত্রের খবর, বিজেপির সঙ্গে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগির আলোচনাও হয়ে গিয়েছে জেডিইউ-র। তবে কোন দল কত আসনে লড়বে, সে সম্পর্কে এখনও জানা যায়নি।