AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PMGKAY: বন্ধ হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কেন্দ্র

PMGKAY: কোভিডের সময় থেকে এই প্রকল্প শুরু করে কেন্দ্র। মূলত দরিদ্র মানুষের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু হয়।

PMGKAY: বন্ধ হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কেন্দ্র
বন্ধ হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা।
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 5:39 PM
Share

নয়া দিল্লি: ইতি পড়ল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় (PMGKAY)। আনুষ্ঠানিকভাবে সব রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় গণবণ্টন দফতরের তরফে সোমবারই বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এই প্রকল্পের আওতায় ৮০ কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়। কোভিডের সময় থেকে চলা এই প্রকল্প এবার বন্ধ করতে চলেছে কেন্দ্র। এই ডিসেম্বরেই শেষ হচ্ছে এই প্রকল্পের মেয়াদ। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাকে বিশ্বের ‘সবথেকে বড় খাদ্য নিরাপত্তা কর্মসূচি’ হিসাবে বর্ণনা করে মোদী সরকার। তবে এই প্রকল্প বন্ধ হয়ে গেলেও জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বিনামূল্যে রেশন দেওয়ার যে ঘোষণা কেন্দ্র করেছে, তা চলবে। সম্প্রতি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানান, জাতীয় খাদ্য সুরক্ষা আইন বা এনএফএসএ (NFSA) মেনে বিনামূল্যে রেশন দেওয়া হবে। কেন্দ্র প্রতি বছর ২ লক্ষ কোটি টাকা খরচ করবে এই রেশনবণ্টনে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকের পরই কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী জানান, ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত ৮০ কোটির বেশি মানুষ নিখরচায় খাদ্যশস্য পাবেন।

অন্যদিকে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশে দরিদ্র মানুষদের কাছে বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত এই প্রকল্পে ব্যয় হয়েছে ৩ লক্ষ ৯০ হাজার কোটি টাকা। কোভিড-১৯ মহামারীর ফলে উদ্ভুত অর্থনৈতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব যাতে দরিদ্র মানুষদের উপর না পরে তা নিশ্চিত করতে ২০২০ সালে প্রধানমন্ত্রী এই কর্মসূচির সূচনা করেন।

কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, এর আওতায় অন্ত্যোদয় অন্ন যোজনা এবং অগ্রাধিকারের তালিকায় বিবেচিত পরিবারগুলির সদস্যদের প্রতি মাসে ৫ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে সরবরাহ করা হয়। এ পর্যন্ত এই প্রকল্পে ১১১৮ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। এর ফলে সরকারের ব্যয় হয়েছে ৩ লক্ষ ৯০ হাজার কোটি টাকা। বর্তমানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার সপ্তম পর্ব চলছে।