India Slams Pakistan: ‘আমাদের জ্ঞান দেওয়ার জায়গায় নেই আপনারা’, ফের কাশ্মীর নিয়ে নাক গলাতেই পাকিস্তানকে ধুয়ে দিল ভারত
India-Pakistan Relation: পাকিস্তানের আইন, বিচার ও মানবাধিকার মন্ত্রী অজম নাজির তারার রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাবি করেন, কাশ্মীরে সাধারণ মানুষকে নিজস্ব সিদ্ধান্ত নিতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।

জেনেভা: জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তানের আগ্রহ শেষই হয় না। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের একবার পাকিস্তানকে চাঁচাছোলা জবাব দিল ভারত। জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেই অভিযোগ এনেছিল পাকিস্তান। সেই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলেই উড়িয়ে দিল ভারত। কার্যত পাকিস্তানকে ঠুকে ভারতের প্রতিনিধি পড়শি দেশকে ‘ব্য়র্থ দেশ’ বলে অ্যাখ্যা দেন, যারা আন্তর্জাতিক সাহায্য-অনুদানে টিকে রয়েছে।
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বৈঠক চলছে জেনেভায়। সেখানেই পাকিস্তানের এমন ভিত্তিহীন দাবির পাল্টা জবাবে ভারতের প্রতিনিধি বলেন যে পাকিস্তানের নিজের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ভূরি ভূরি অভিযোগ রয়েছে। অন্য কাউকে জ্ঞান দেওয়ার মতো অবস্থায় নেই তারা। এটা হিপোক্রেসি ছাড়া আর কিছু নয়।
পাকিস্তানের আইন, বিচার ও মানবাধিকার মন্ত্রী অজম নাজির তারার রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাবি করেন, কাশ্মীরে সাধারণ মানুষকে নিজস্ব সিদ্ধান্ত নিতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।
এর জবাবে ভারতের রাষ্ট্রদূত বলেন, “এটা খুবই দুঃখজনক যে পাকিস্তানের তথাকথিত নেতা ও কূটনীতিকরা জঙ্গি ও সেনার দেওয়া মিথ্যা তথ্য নিয়ে ক্রমাগত মিথ্যাচার করছেন। জম্মু-কাশ্মীর ও লাদাখ সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ থাকবে। বিগত কয়েক বছরে জম্মু-কাশ্মীরে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নই তার প্রমাণ। পাকিস্তানের মদতে সন্ত্রাসে যে এলাকা এতদিন ভীত-সন্তস্ত্র ছিল, সেখানে এই উন্নয়ন সরকারের কাজের প্রচেষ্টাকেই প্রমাণ করে।”
ভারতের উপরে এভাবে ‘অবসেসড’ না হয়ে, পাকিস্তানের নিজের দেশের মানুষদের ন্যায়-বিচার করা উচিত বলেও খোঁচা দেন ভারতের রাষ্ট্রদূত।





