Vande Bharat Sleeper Train: বন্দে ভারত স্লিপারে পাবেন শুধুই কনফার্ম টিকিট, কত ভাড়া পড়বে, দেখে নিন রেট চার্ট

Indian Railways: রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে শুধু কনফার্ম টিকিটই হবে। কোনও আরএসি বা ওয়েটলিস্টেড টিকিট থাকবে না। এছাড়া বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে মহিলাদের জন্য সংরক্ষণ বা কোটা।

Vande Bharat Sleeper Train: বন্দে ভারত স্লিপারে পাবেন শুধুই কনফার্ম টিকিট, কত ভাড়া পড়বে, দেখে নিন রেট চার্ট
বন্দে ভারত স্লিপার ট্রেনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষব।Image Credit source: PTI

|

Jan 12, 2026 | 8:58 AM

কলকাতা: আর মাত্র কিছুদিনের অপক্ষা। তারপরই বাংলা থেকে গড়াবে বন্দে ভারত স্লিপার ট্রেনের চাকা। হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত ছুটবে এই ট্রেন। আগামী ১৭ জানুয়ারি মালদহ স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে এই নতুন ট্রেন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। এবার বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে এল বড় আপডেট। নতুন এই ট্রেনে থাকবে না রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন বা আরএসি (RAC) টিকিট।  আর কত ভাড়া হবে বন্দে ভারত স্লিপার ট্রেনের?

রেল সূত্রে খবর, এই ট্রেনের ন্যূনতম ভাড়া হবে ৪০০ কিলোমিটার দূরত্বের ট্রেনের টিকিটের ভাড়া যত হয়, তত। অন্যান্য প্রিমিয়াম ট্রেন, যেমন রাজধানী এক্সপ্রেস বা শতাব্দী এক্সপ্রেসের তুলনায় বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া সামান্য বেশি হবে।

রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে শুধু কনফার্ম টিকিটই হবে। কোনও আরএসি বা ওয়েটলিস্টেড টিকিট থাকবে না। এছাড়া বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে মহিলাদের জন্য সংরক্ষণ বা কোটা, থাকবে বিশেষভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষণও। এছাড়াও ডিউটি পাস কোটা থাকবে।

জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে ৩এসি (3AC)-তে প্রতি কিলোমিটারে ভাড়া ধার্য করা হয়েছে ২.৪ টাকা। ২এসি (2AC) ভাড়া হবে প্রতি কিলোমিটারে ৩.১ টাকা এবং ওয়ানএসি (1AC)-তে ভাড়া হবে প্রতি কিলোমিটারে ৩.৮ টাকা। 

যেহেতু ন্যূনতম ৪০০ কিলোমিটারের ভাড়া ধার্য করা হয়েছে, তাই ৩এসি-তে ৪০০ কিমি পর্যন্ত ভ্রমণ করতে খরচ পড়বে ৯৬০ টাকা। ২এসি-তে ভাড়া পড়বে ১২৪০ টাকা এবং ১এসি-তে ভাড়া পড়বে ১৫২০ টাকা। এর উপরে অতিরিক্ত জিএসটি যোগ হবে।

হাওড়া থেকে গুয়াহাটির দূরত্ব ১০০০ কিলোমিটার। এই দূরত্ব যেতে ৩এসি-তে ভাড়া পড়বে ২৪০০ টাকা, ২এসি-তে ভাড়া ৩১০০ টাকা এবং ওয়ানএসি-তে ৩৮০০ টাকা ভাড়া পড়বে।  অন্য রুটেও চালু করা হবে এই ট্রেন। ২০০০ কিলোমিটার যাত্রার জন্য ৩এসি-তে ভাড়া পড়বে ৪৮০০ টাকা, ২এসিতে ৬২০০ টাকা এবং ১এসি-তে ৭৬০০ টাকা ভাড়া হবে। ৩০০০ কিলোমিটার দূরত্বের জন্য় ৩এসিতে ভাড়া পড়বে ৭২০০ টাকা, ২এসি-তে ৯৩০০ টাকা এবং ১এসি-তে ১১ হাজার ৪০০ টাকা ভাড়া হবে।

বর্তমানে হাওড়া থেকে গুয়াহাটির সরাইঘাট এক্সপ্রেসের সর্বোচ্চ ভাড়া হল ৩এসি-তে ১৪১০ টাকা, ২এসি-তে ১৯৮৫ টাকা এবং ১এসি-তে ৩৩২০ টাকা।