মুম্বই: বলিউডের ভাইজানকে মারতে উদ্যত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সম্প্রতিই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা তথা সলমন খানের অত্যন্ত ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকেও প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করেছে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। বাবা সিদ্দিকির মৃত্যুর পরই ভয়ে-আতঙ্কে রয়েছেন সলমন। পুলিশ-প্রশাসনের তরফেও তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে গল্পে নয়া টুইস্ট। এবার সলমন নয়, বরং লরেন্স বিষ্ণোইকেই খুনের সুপারি!
জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে খুনের জন্য সুপারি দিয়েছে ক্ষত্রিয় করণি সেনা। জানা গিয়েছে, করণি সেনার প্রেসিডেন্ট রাজ শেখাওয়াত বলেছেন, যে পুলিশ অফিসার লরেন্স বিষ্ণোইকে মারতে পারবে, তাকে ১ কোটি ১১ লক্ষ ১১ হাজার ১১১ টাকা দেবেন।
ভিডিয়ো বার্তায় করণি সেনার প্রধান কেন্দ্র ও রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেছেন সলমনের নিরাপত্তায় ব্যর্থতা নিয়ে। একইসঙ্গে বলেছেন যে লরেন্স বিষ্ণোই দেশের জন্য ‘থ্রেট’। করণি সেনার প্রধান সুখদেব সিং গোগামেদিকে খুনের ক্ষোভও উগড়ে দিয়েছেন ভিডিয়ো বার্তায়।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে জয়পুরে করণি সেনার প্রধান সুখদেব সিং গোগামেদি খুন হন। এর ঘণ্টাখানেক পরই লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং খুনের দায় স্বীকার করেছিল। তার আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে খলিস্তান সমর্থক সুখা দুনেকের খুনের পিছনেও বিষ্ণোই গ্যাংয়েরই হাত ছিল।
এ ক্ষেত্রে বলে রাখা ভাল, বিষ্ণোই সম্প্রদায়ের মতো করণি সেনাও একটি জনগোষ্ঠী সম্প্রদায়। এর আগে দীপিকা পাড়ুকোন-রণবীর সিংয়ের ‘পদ্মাবত’ সিনেমার সেটে ভাঙচুর চালিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিল করণি সেনা। এবার তারাই লরেন্স বিষ্ণোইকে খুনের সুপারি দিল।