নয়া দিল্লি: নতুন বছরে উদ্বোধন হতে চলেছে অযোধ্য়ার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir)। ২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। ১৫ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে পুজো-অর্চনা। ২২ জানুয়ারি রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মন্দিরের উদ্বোধনের আগেই শুরু হয়ে গিয়েছে রাম মন্দিরের আরতির বুকিং। অনলাইন ও অফলাইনে এই বুকিং করা যাবে। আপনিও যদি রামলালার আরতি করতে চান, তবে এভাবে স্লট বুকিং করুন।
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে এই পুণ্যার্থীদের এই আরতির সুযোগ দেওয়া হচ্ছে। সারাদিনে তিনবার আরতি হবে রাম মন্দিরে। সকাল সাড়ে ৬টায় শ্রীঙ্গার আরতি হবে, দুপুর ১২টায় হবে ভোগ আরতি এবং সন্ধে সাড়ে ৭টায় হবে সন্ধ্যা আরতি। ভক্তরা এই তিনটি সময়ের মধ্যে যেকোনও একটি সময় বেছে নিতে পারবেন আরতির জন্য।
প্রতিবারের আরতিতে মাত্র ৩০ জনকে সুযোগ দেওয়া হবে। পরিচয়পত্র দেখিয়ে অনলাইন বা অফলাইনে এই পাস বুক করা যাবে। এর জন্য কোনও টাকা লাগবে না।
আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দেখিয়ে নাম রেজিস্টার করতে হবে। মন্দিরে আরতির জন্য প্রবেশ করার সময় এরমধ্যে যেকোনও একটি পরিচয়পত্র দেখাতে হবে। ১০ বছরের নীচের শিশুদের জন্য আলাদা করে পাস লাগবে না।