নয়া দিল্লি : ভারতীয়দের জন্য সুখবর। কোভিডের দ্বিতীয় টিকার জন্য আর বেশিদিনের অপেক্ষা করতে হবে না। টিকাকরণের বিষয়ে ভারতের সর্বোচ্চ সংস্থা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজ়রি গ্রুপ অফ ইমিউনাইজেশন (NTAGI) কোভিশিল্ডের বিষয়ে বড় ঘোষণা করল। সরকারি সূত্রে খবর, কোভিশিল্ডের দুটি ডোজ়ের মাঝের সময় কমিয়ে আনার বিষয়ে সুপারিশ দিয়েছে এনটিএজিআই। এখন থেকে কোভিশিল্ডের প্রথম ডোজ় নেওয়ার ৮ থেকে ১৬ সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ডোজ় নিতে পারবেন টিকা প্রাপকরা। উল্লেখ্য়, আগে প্রথম ডোজ় নেওয়ার পর ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ় দেওয়া হচ্ছিল।
তবে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দুটি ডোজ়ের মধ্যে সময়ের ব্যবধানে কোনও পরিবর্তনের কথা এই মুহূর্তে এনটিএজিআই-র তরফে কিছু জানানো হয়নি। বর্তমানে কোভ্যাক্সিনের প্রথম ডোজ়টি নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ় দেওয়া হয়। কোভিশিল্ডের এই দুটি ডোজ়ের সময়ের ব্য়বধান কমানোর বিষয়ে সুপারিশ এখনও অবধি বলবৎ হয়নি। সরকারি সূত্র জানিয়েছে, “প্রোগ্যামেটিক ডেটা থেকে পাওয়া সম্প্রতি বিশ্ব বৈজ্ঞানিক প্রামাণ্য তথ্যের উপর ভিত্তি করে এনটিএজিআই-র তরফে এই সুপারিশ করা হয়েছে।” সূত্রের আরও সংযোজন, “এই তথ্য অনুসারে যখন কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ়টি ৮ সপ্তাহের পরে দেওয়া হয় তখন ১২ থেকে ১৬ সপ্তাহের ব্যবধানে পরিচালিত অ্যান্টিবডি প্রতিক্রিয়া প্রায় একই রকম হয়।”
প্রসঙ্গত, আগে কোভিশিল্ড প্রাপকদের প্রথম ডোজ় নেওয়ার পর প্রায় তিন মাস অপেক্ষা করতে হত। তিনমাস অনেকটা বেশি সময়। এই সময়ের মধ্যে কারোর কোভিড সংক্রমণ হলে তাঁকে আরও তিনমাস পরে কোভিডের টিকা নিতে হত। এর ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন সাধারণ নাগরিকরা। এই সুপারিশ বলবৎ হলে সুবিধা হবে নাগরিকদেরই। এই সিদ্ধান্তের ফলে কোভিশিল্ডের দ্বিতীয় টিকার জন্য বাকি ৬ থেকে ৭ কোটি নাগরিকের দ্বিতীয় ডোজ়ের রেজিস্ট্রেশন হতে পারে। উল্লেখ্য, এনটিএজিআই-র সুপারিশের ভিত্তিতে সরকার ২০২১ সালের ১৩ মে কোভিশিল্ড ভ্যাক্সিনের প্রথম এবং দ্বিতীয় ডোজ়গুলির মধ্যে ব্যবধান ৬-৮ সপ্তাহ থেকে ১২-১৬ করে দেওয়া হয়েছিল। এনটিএজিআই দেশে টিকা-প্রতিরোধযোগ্য রোগের কার্যকর নিয়ন্ত্রণের জন্য টিকাদান পরিষেবাগুলির বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে নির্দেশিকা এবং পরামর্শ প্রদান করে।