Naveen Patnaik On Draupadi Murmu : রাষ্ট্রপতি হিসেবে ‘ওড়িশার মেয়েকে’ সমর্থন করুন, বিধায়কদের কাছে আর্জি নবীন পট্টনায়েকের
Draupadi Murmu : আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র সর্বসম্মত প্রার্থী হয়েছেন ওড়িশার প্রাক্তন রাজ্যপাল। এদিন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক টুইট করে বিধায়কদের তাঁকে সমর্থন জানানোর আবেদন জানান।
ভুবনেশ্বর : গতকালই বিরোধী শিবিরের সর্বসম্মত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে এনডিএ প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন আদিবাসী রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ২৪ শে জুনই তিনি মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গিয়েছে। সেই সময় তাঁর সঙ্গে উপস্থিত থাকতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজু জনতা দলের তাবড় তাবড় নেতারা। এদিকে এর মধ্যেই বিজু জনতা দলের সুপ্রিমো তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীণ পটনায়েক সকল বিধায়কদের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ‘ওড়িশার মেয়েকে’ একত্রিতভাবে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন।
তিনি এদিন টুইটে জানিয়েছেন, ‘ওড়িশা বিধানসভার সকল সদস্যের কাছে আবেদন জানাচ্ছি দলের সীমানা থেকে বেরিয়ে দেশের সর্বোচ্চ দফতরের জন্য ওড়িশার মেয়ে শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করুন।’ এদিকে বুধবার তিনি জানিয়েছিলেন, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নির্বাচনে রাজ্য়ের জন্য গর্বের মুহূর্ত। রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে তাঁর নাম উঠে আসার জন্য তিনি প্রাক্তন রাজ্যপালকে অভিনন্দনও জানান। তিনি এদিন টুইটে লিখেছেন, ‘দেশের সর্বোচ্চ দফতরের জন্য এনডিএ-র প্রার্থী হওয়ার জন্য দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন। আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছিলেন। ওড়িশার মানুষের জন্য এটি নিঃসন্দেহে গর্বের মুহূর্ত।’
প্রসঙ্গত, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্য়ান্য বর্ষীয়ান নেতার সঙ্গে একটি সংসদীয় বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই বৈঠকের পরই সাংবাদিক সম্মেলন করে ওড়িশার প্রাক্তন রাজ্যপাল তথা আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেন জেপি নাড্ডা। তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে তিনিই ওড়িশার প্রথম ও দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন। এদিকে তাঁর বিরুদ্ধে অ-বিজেপি জোটের তরফে প্রার্থী করা হয়েছে যশবন্ত সিনহাকে। আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১ জুলাই হবে ফলাফল ঘোষণা। ২৪ জুলাই দেশের ১৫ তম রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন।