Bengaluru News: বান্ধবীর সঙ্গে যৌন মিলনের সময় মৃত্যু বৃদ্ধের, তারপর যা করলেন মহিলা…

Bengaluru News: বান্ধবীর সঙ্গে যৌন মিলনে লিপ্ত ছিলেন বৃদ্ধ ব্যবসায়ী। সেই সময়ই হঠাৎ খিচুনিতে মৃত্যু হয় তাঁর।

Bengaluru News: বান্ধবীর সঙ্গে যৌন মিলনের সময় মৃত্যু বৃদ্ধের, তারপর যা করলেন মহিলা...
ছবি সৌজন্যে: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2022 | 8:20 PM

বেঙ্গালুরু: বান্ধবীর সঙ্গে যৌন সঙ্গমে মিলিত হয়েছিলেন ৬৭ বছরের বৃদ্ধ। সেই সময়েই বৃদ্ধের মৃগির খিঁচুনি ধরে। আর মিলনের মুহূর্তেই মৃত্যু হয় তাঁর। তবে এখানেই এই গল্পের শেষ নয়। বৃদ্ধের বান্ধবী চাননি, তাঁদের মধ্যেকার সম্পর্ক প্রকাশ্যে আসুক। তাই বৃদ্ধের মৃতদেহ লোপাট করে দেন। তদন্তে নেমে এই সত্য উদঘাটন করেছে পুলিশ। বেঙ্গালুরুর জেপি নগরের ঘটনা।

গত ১৭ নভেম্বর বেঙ্গালুরুর জেপি নগরে একট রহস্যজনক প্লাস্টিক ব্যাগ উদ্ধার করে পুলিশ। আর সেই প্লাস্টিক ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ব্যাগ থেকে উদ্ধার হয় এক বৃদ্ধের দেহ। কোথা থেকে সেখানে দেহ এল বৃদ্ধের? আর বৃদ্ধের পরিচয় জানতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে বৃদ্ধের ফোনের নাগাল পায় পুলিশ। সেই ফোনের কল রেকর্ড চেক করে জানা যায় তাঁর দেহ উদ্ধারের আগে শেষ তিনি তাঁর বান্ধবীর বাড়িতেই ছিলেন। সেই বৃদ্ধের বান্ধবীর বাড়িতেও হাজির হয় পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তাঁর বাড়ি গিয়েছিলেন বৃদ্ধ। সেখানেই হঠাৎ খিঁচুনি ধরে তাঁর। এবং তিনি মারা যান। মহিলা পুলিশকে জানিয়েছেন, তাঁদের পরিচয় প্রকাশ্যে আসুক তা চাননি মহিলা। তাই তাঁর দেহ প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরে ফেলে দেন তিনি।

এক পুলিশ আধিকারিক বলেছেন, ‘৬৭ বছর বয়সী এক ব্যবসায়ীর বেঙ্গালুরুতে ৩৫ বছর বয়সী এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। গত ১৬ নভেম্বর তাঁর বাড়িতে বিকেল ৫টা নাগাদ গিয়েছিলেন ওই ব্যবসায়ী। আর তাঁর বাড়িতে বিছানায় মৃত্যু হয় তাঁর। আর মহিলা ভয় পেয়ে যান। সমাজে তাঁকে খারাপ চোখে দেখা হবে ভেবে তিনি তাঁর স্বামী ও ছেলেকে ফোন করেন। তাঁরা ব্যবসায়ীর দেহ প্লাস্টিকে মুড়ে জেপি নগরে একটু বিচ্ছিন্ন জায়গায় ফেলে দেন।’ এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে,ব্যবসায়ীর বাড়ির লোক জানিয়েছেন, নিজের বউমার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ব্যবসায়ী। কিন্তু তিনি বাড়ি না ফেরায় তাঁরা নিখোঁজ ডায়েরি করেছিলেন। এদিকে বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখবে পুলিশ যে ওই মহিলা আদৌ সত্যি কথা বলছেন কি না।