
নয়া দিল্লি: ‘অপারেশন সিঁদুর’র এক মাস পূর্তি আজ। আর সেই দিনই ভারত আবার নামল বড় অ্যাকশনে। সীমান্তে হচ্ছে বড় কিছু। যার খবর পেয়ে ইতিমধ্যেই তটস্থ পাকিস্তান। ‘সিঁদুরে’র আঘাত যে এখনও দগদগে তাদের বুকে। কী হচ্ছে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে?
অপারেশন সিঁদুরের এক মাস পূর্তির দিনই শুরু হল সামরিক মহড়া। আজ থেকে রাজস্থানে শুরু হচ্ছে আকাশপথে মহড়া। পাকিস্তানের নাকের ডগায়, সীমান্ত ঘেঁষেই রাফাল, সুখোই ৩০, জাগুয়ার, মিরাজ-২০০০ নিয়ে আকাশে মহড়া চালাবে বায়ুসেনা।
ভারতের পশ্চিম প্রান্তে অবস্থিত রাজস্থান। এই মরুরাজ্য পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগ করে। এবার এই সীমান্তেই মহড়া হবে। দুই দিন ব্যাপী আকাশপথে মহড়া চলবে বলে জানা গিয়েছে। আজ বিকেল থেকে শুরু হবে মহড়া। ভারতের বায়ুসেনার প্রথম সারির যে যুদ্ধবিমানগুলি রয়েছে, তারা এই মহড়ায় সামিল হবে। সীমান্ত ঘেঁষে উড়বে রাফাল, সুখোই ৩০-র মতো যুদ্ধবিমান।
ইতিমধ্যেই তানোদ আন্তর্জাতিক সীমান্তে নোটাম জারি করা হয়েছে। মহড়া চলাকালীন আকাশপথে অসামরিক বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
ভারতের এই মহড়ায় যথেষ্ট ভীত পাকিস্তান। এর আগে গুজরাটে যখন সেনা মহড়া হল, তখনও ভয়ে কেঁপে গিয়েছিল পাকিস্তান। আইপিএলের ফাইনালের দিনও ভারতের র্যাডারে ধরা পড়েছিল পাকিস্তানি যুদ্ধবিমান JF 17 , F16, IL -78-এর গতিবিধি।