Operation Sindoor: ‘১০ মে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামেনি’, অপারেশন সিঁদুরের না বলা সত্যগুলি সামনে আনলেন সেনা প্রধান
India-Pakistan War: ভারত-পাকিস্তান সীমান্তে যে এখনও নানা প্রতিবন্ধকতা রয়েছে, সে কথা উল্লেখ করে জেনারেল দ্বিবেদী বলেন যে নিয়ন্ত্রণ রেখায় অপারেশন সিঁদুরের প্রভাব কতটা পড়েছে, তা এখনই বোঝা সম্ভব নয়। তিনি বলেন, "নিয়ন্ত্রণ রেখায় অপারেশন সিঁদুরের প্রভাব কী পড়েছে, তা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক নয়।"

নয়া দিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলা, তার জবাবে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনা (Indian Army)। ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে সংঘাত শুরু হয়। অবশেষে ১০ মে পাকিস্তানের (Pakistan) অনুরোধেই দুই দেশের ডিজিএমও (DGMO) স্তরে বৈঠক হয়। তারপরই সংঘর্ষ বিরতি হয়। অপারেশন সিঁদুরে (Operation Sindoor) কী কী হয়েছিল, তা নিয়েই বই প্রকাশ করলেন সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেখানেই তিনি জানালেন যে ১০ মে পাকিস্তানের সঙ্গে সংঘাত শেষ হয়নি।
‘অপারেশন সিঁদুর: দ্য আনটোল্ড স্টোরি অব ইন্ডিয়া’জ ডিপ স্ট্রাইক ইনসাইড পাকিস্তান’ শীর্ষক বইটি প্রকাশিত হয় শুক্রবার। এই বইটি লিখেছেন প্রাক্তন সেনা কর্তা লেফটেন্যান্ট জেনারেল কেজিএস ধিলন। এই অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল দ্বিবেদী বলেন, “আপনারা হয়তো ভাবছেন যে ১০ মে যুদ্ধ থেমে গিয়েছে। না, এটা দীর্ঘ সময় ধরে চলেছে এবং একাধিক সিদ্ধান্ত নিতে হত…অবশ্যই এটা এখানে ভাগ করা সম্ভব নয়।”
ভারত-পাকিস্তান সীমান্তে যে এখনও নানা প্রতিবন্ধকতা রয়েছে, সে কথা উল্লেখ করে জেনারেল দ্বিবেদী বলেন যে নিয়ন্ত্রণ রেখায় অপারেশন সিঁদুরের প্রভাব কতটা পড়েছে, তা এখনই বোঝা সম্ভব নয়। তিনি বলেন, “নিয়ন্ত্রণ রেখায় অপারেশন সিঁদুরের প্রভাব কী পড়েছে, তা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক নয়। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ কি শেষ হয়ে গিয়েছে? আমার মনে হয় না, কারণ নিয়ন্ত্রণ রেখায় এখনও অনুপ্রবেশ চলছে। আমরা জানি যে কত জঙ্গিকে নিকেশ করা হয়েছে, কতজন পালিয়ে গিয়েছে।”
অপারেশন সিঁদুরের সময় তিন সেনার মধ্যে যে মেলবন্ধন দেখা গিয়েছিল, তাও উল্লেখ করেন সেনা প্রধান। বলেন, “সকলে এক সিঙ্কে ছিল এবং সকলে জানতেন তাদের অর্ডার কী ছিল।”
তিনি উল্লেখ করেন যে এই অভিযান শুধুমাত্র ভারতীয় সেনার সামরিক অভিযানই ছিল না, একইসঙ্গে সেনার সাহসিকতা, পেশাদারিত্বকেও তুলে ধরেছিল। জেনারেল দ্বিবেদী বলেন “এই দিকগুলি সাধারণত না শোনা, না বলা থেকে যায়, কারণ উর্দিধারীরা এই কথাগুলি বলতে পারেন না। নিয়ন্ত্রণ রেখায় এই ধরনের সংঘাতে আমরা অভ্যস্ত কিন্তু আমরা বুঝি না যে এর অনুভূতি, ক্ষতি, লাভ ও কী কী প্রতিবন্ধকতা থাকে। অপারেশন সিঁদুরও না বলা কাহিনি ছিল।”
