INDIA Alliance Protest: মণিপুর ইস্যুতে এককাট্টা বিরোধীরা, আজ কালো পোশাক পরে প্রতিবাদ INDIA জোটের সাংসদদের

Parliament Monsoon Session: অনাস্থা প্রস্তাবের পর এবার তাদের নতুন চাল কালো পোশাকে প্রতিবাদ। সমস্ত বিরোধী দল নেতাকেই আজ, বৃহস্পতিবার সংসদে কালো পোশাক পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। 

INDIA Alliance Protest: মণিপুর ইস্যুতে এককাট্টা বিরোধীরা, আজ কালো পোশাক পরে প্রতিবাদ INDIA জোটের সাংসদদের
কালো পোশাকে বিরোধী নেতারা।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 12:12 PM

নয়া দিল্লি: এক সপ্তাহ হতে চলল সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে, এর মধ্যে একদিনও সুষ্ঠভাবে সংসদীয় কার্যাবলী হয়নি। মণিপুরে হিংসা-অশান্তি নিয়ে উত্তাল এবারের বাদল অধিবেশন (Parliament Monsoon Session)। প্রতিদিনই সংসদের দুই কক্ষে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী দলের সাংসদরা (Opposition MPs)। বুধবারই কংগ্রেস (Congress) ও বিআরএস(BRS)-র তরফে অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) আনা হয় সরকারের বিরুদ্ধে। এবার মণিপুর ইস্যু (Manipur Violence) নিয়ে প্রতিবাদে কালো পোশাক পরে আসবেন ইন্ডিয়া (INDIA) জোটের সদস্য়রা। 

মণিপুর ইস্যু নিয়ে এবার সংসদে এককাট্টা হয়েছে বিরোধীরা। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সম্প্রতিই জোট বেঁধেছে বিজেপি বিরোধী ২৬টি দল। ইন্ডিয়া জোটের নেতারা একসঙ্গে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন সংসদের অন্দরেও। অনাস্থা প্রস্তাবের পর এবার তাদের নতুন চাল কালো পোশাকে প্রতিবাদ। সমস্ত বিরোধী দল নেতাকেই আজ, বৃহস্পতিবার সংসদে কালো পোশাক পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিটি বিরোধী সংসদীয় দলের নেতারা তাঁদের দলের সমস্ত সাংসদদের এই কালো পোশাক পরে আসার নির্দেশ দিয়েছেন। যে সমস্ত সাংসদের কাছে কালো পোশাক থাকবে না, তাঁরা কালো আর্ম ব্যান্ড বেঁধে আসবেন।  মণিপুর ইস্যি নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতেই কালো পতাকার বদলে কালো পোশাক পরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রতিদিনের মতো আজও সংসদের অধিবেশন শুরুর আগে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের অফিসে বৈঠকে বসবেন বিরোধী দলনেতারা। সেখানেই আজকের প্রতিবাদ কর্মসূচি সাজানো হবে।