P Chidambaram on Budget 2022: ‘গরিব’ শব্দটা দু’বার বলেছেন! অর্থমন্ত্রীকে ‘ধন্যবাদ’ চিদম্বরমের
P Chidambaram on Budget 2022: প্রাক্তন অর্থমন্ত্রীর কড়া সমালোচনা। পুঁজিবাদীদের বাজেট মানুষ প্রত্যাখ্যান করবে বলে দাবি করেছেন তিনি।
নয়া দিল্লি : কেন্দ্রের সাধারণ বাজেটের কড়া সমালোচনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram)। তাঁর দাবি, এ ভাবে পুঁজিবাদীদের জন্য আর কোনও অর্থমন্ত্রীকে বাজেট পেশ করতে দেখা যায়নি। দরিদ্র মানুষের জন্য কোনও ঘোষণা করা হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি। চিদম্বরম বলেন, ‘পুরো বাজেটে মাত্র দুবার গরিব শব্দটা উল্লেখ করা হয়েছে। তার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।’
Today’s budget speech was the most capitalist speech to be ever read by an FM. The word ‘poor’ occurs only twice in para 6 & we thank FM for remembering that there are poor people in this country; people will reject this capitalist budget: Former FM &Congress leader P Chidambaram pic.twitter.com/NHBTlO46Pv
— ANI (@ANI) February 1, 2022
চিদম্বরম আরও উল্লেখ করেন, ক্ষুদ্র শিল্প নিয়ে বাজেটে একটা কথাও বলা হয়নি। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার কথাও নেই বাজেটে। তাঁর দাবি, কর্মহীনদের জন্য বাজেটে একটা শব্দও খরচ করা হয়নি। বাজেটে করদাতাদের স্বস্তি দেওয়ার মতোও কোনও খবর নেই বলে উল্লেখ করেন প্রাক্তন অর্থমন্ত্রী। চিদম্বরমের মতে, এমন পুঁজিবাদী বাজেট প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ।
এবা বাজেটে আয়কর নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। কর্পোরেট কর কমানো হলেও ব্যক্তিগত আয়কর কাঠামো একই রাখা হয়েছে। এই বিষয়ে অর্থমন্ত্রী সীতারামন বলেছেন, ‘এবার কর বাড়ানো হয়নি।’ এই করের মাধ্যমে অতিরিক্ত অর্থ আয় করার কোনও চেষ্টা করা হয়নি বলেই জানিয়েছেন তিনি। তাই আয়কর কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে।
এ দিন প্রাথমিক প্রতিক্রিয়াতেই কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এবারের বাজেটে কোনও সুখবর নেই মধ্যবিত্ত চাকুরিজীবীদের জন্য, তাই এই বাজেট ‘মধ্যবিত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’ পরে টুইটারে বাজেট নিয়ে কড়া সমালোচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটকে অন্তঃসার শূন্য বলে দাবি করেন তিনি। রাহুল নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখেন, ‘শূন্য সমষ্টি বাজেট মোদী সরকারের! বেতনভোগী শ্রেণি, মধ্যবিত্ত, দরিদ্র ও বঞ্চিত, যুবক, কৃষক, এমএসএমই ক্ষেত্রের জন্য কিছুই নেই এই বাজেটে।’
একই ভাষায় বাজেটেক সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাজেটের বিরোধিতা করে টুইটারে তিনি লেখেন, ‘বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। বেকারত্ব এবং মু্দ্রাস্ফীতির দ্বারা তাঁরা পিষ্ট হচ্ছে। নিজেদের বড় বড় বুলিতে হারিয়ে গিয়েছে সরকার। এটা আসলে কিছুই নয়,একটি পেগাসাসে বিদ্ধ বাজেট।’
আরও পড়ুন : Budget 2022: ‘আজ সকালেই জানতে পেরেছি’, সাংসদদের চমকে দিয়ে যে তথ্য দিলেন অর্থমন্ত্রী