Pakistan Army: হুগলির BSF জওয়ানকে জোর করে আটকে রাখল পাকিস্তান

Pakistan Army: ১৮২ নম্বর ব্যাটেলিয়নের পিকে সিং নামে ওই কনস্টেবল বিএসএফের কিষাণ গার্ড ইউনিটে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। সীমান্তে চাষাবাদ করা কৃষকদের দেখভালের দায়িত্ব থাকে এই কিষাণ গার্ড ইউনিটের কাজে।

Pakistan Army: হুগলির BSF জওয়ানকে জোর করে আটকে রাখল পাকিস্তান
সীমান্ত চাপা উত্তেজনা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 24, 2025 | 6:59 PM

নয়া দিল্লি: ফের সীমান্তে পাকিস্তানের বেয়াদপি। BSF জওয়ানকে আটক করল পাক রেঞ্জার। পঞ্জাব সীমান্ত থেকে ওই জওয়ানকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। পিটিআই সূত্রে খবর, ভুলবশত সীমান্ত পেরিয়ে পাক ভূখণ্ডে চলে গিয়েছিলেন ওই জওয়ান। তারপরই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। ইতমধ্যেই ওই জওয়ানের মুক্তি নিয়ে ফ্ল্য়াগ মিটিং চলছে বিএসএফ ও পাক সেনার। 

সূত্রের খবর, বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পঞ্জাব সীমান্তের ফিরোজপুরের কাছে। ঘটনার সময় জওয়ানের পরনে ছিল বিএসএফের ইউনিফর্ম। সঙ্গে ছিল সার্ভিস রাইফেলও। ১৮২ নম্বর ব্যাটেলিয়নের পিকে সিং নামে ওই কনস্টেবল বিএসএফের কিষাণ গার্ড ইউনিটে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। সীমান্তে চাষাবাদ করা কৃষকদের দেখভালের দায়িত্ব থাকে এই কিষাণ গার্ড ইউনিটের কাজে। সূত্রের খবর, বুধবার বিকালে সেই কাজই করছিলেন ওই জওয়ান। সীমান্তে দিচ্ছিলেন টহল। কিছুটা ক্লান্ত হয়ে পড়ায় পাশে একটি শেডের নিচে জিরোতে যান। কিন্তু, তিনি খেয়াল করেননি ততক্ষণে তিনি ভুল করে সীমান্ত পার করে ফেলেছেন। 

তাঁকে দেখা মাত্রই পাকড়াও করে পাক রেঞ্জার্সরা। ওই বিএসএফ জওয়ানের বাড়ি হুগলিতে বলে জানা যাচ্ছে। তাঁর মুক্তির বিষয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে সীমান্ত সুরক্ষা বাহিনীর বড় কর্তারা। আটারি-ওয়াঘা সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের ফ্ল্য়াগ মিটিংও চলছে বিএসএফের।