India-Pakistan: ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাক হাইকমিশনের কর্তাকে, খবর শুনে কী বলছে ইসলামাবাদ

India-Pakistan: পাকিস্তানের হাইকমিশনারের আধিকারিককে শুধু ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তেই বলা হয়নি, একইসঙ্গে দিল্লির পাক শীর্ষ কূটনীতিককে (চার্জ ডি’অ্যাফেয়ার্স) তলব করে এই সিদ্ধান্ত সংক্রান্ত যাবতীয় নির্দেশিকাও দেওয়া হয়েছে বলে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর।

India-Pakistan: ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাক হাইকমিশনের কর্তাকে, খবর শুনে কী বলছে ইসলামাবাদ
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

May 14, 2025 | 9:53 AM

নয়া দিল্লি: কাজের বাইরের বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত পাকিস্তানের হাইকমিশনের আধিকারিক। ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ নয়া দিল্লির। তা নিয়েই শুরু হয়েছে নতুন চাপানউতোর। তাঁর বিরুদ্ধে নিজের ‘দায়িত্ব-কাজের’ বাইরে গিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। বিদেশ মন্ত্রক বলছে, পাক হাই কমিশনের ওই কর্তা এ দেশের মাটিতে থেকে এমন কিছু কাজ করছিলেন যা তাঁর যে সরকারি ট্যাগ রয়েছে তার সঙ্গে সঙ্গে খাপ খায় না। 

পাকিস্তানের হাইকমিশনারের আধিকারিককে শুধু ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তেই বলা হয়নি, একইসঙ্গে দিল্লির পাক শীর্ষ কূটনীতিককে (চার্জ ডি’অ্যাফেয়ার্স) তলব করে এই সিদ্ধান্ত সংক্রান্ত যাবতীয় নির্দেশিকাও দেওয়া হয়েছে বলে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর। 

অন্যদিকে পাকিস্তানে থাকা ভারতের হাই কমিশনের কর্তার বিরুদ্ধেও আবার একই অভিযোগ এনেছে ইসলামাবাদ। Mint-এ প্রকাশিত প্রতিবেদন সূত্রে খবর, ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তান ছাড়তে তাঁকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।