India Pakistan tension: স্বর্ণমন্দিরকে লক্ষ্য করেই মিসাইল ছুড়েছিল পাকিস্তান, কীভাবে রুখল জানাল সেনা
India Pakistan tension: ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর ৮ মে মধ্যরাতে স্বর্ণমন্দির-সহ পঞ্জাবের একাধিক শহরে ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান সেনা। এদিন অমৃতসরে ভারতীয় সেনার তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে পাকিস্তান থেকে ছোড়া মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষ দেখানো হয়।

নয়াদিল্লি: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর পাকিস্তান সেনা ভারতের বিভিন্ন জায়গায় হামলার চেষ্টা করেছিল। তার মধ্যে অন্যতম অমৃতসরের স্বর্ণমন্দির। শুধু স্বর্ণমন্দির নয়, পঞ্জাবের একাধিক শহরেও ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা করেছিল। কিন্তু, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তান সেনার প্রত্যেকটি হামলা প্রতিহত করেছে। সোমবার ভারতীয় সেনার তরফে একথা জানানো হল।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। জঙ্গি হামলার জবাব দিয়ে গত ৭ মে মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি।
ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর ৮ মে মধ্যরাতে স্বর্ণমন্দির-সহ পঞ্জাবের একাধিক শহরে ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান সেনা। এদিন অমৃতসরে ভারতীয় সেনার তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে পাকিস্তান থেকে ছোড়া মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষ দেখানো হয়। ভারতীয় সেনার তরফে বলা হয়, আকাশ মিসাইল সিস্টেম, অত্যাধুনিক এল-৭০ এয়ার ডিফেন্স বন্দুক ব্যবহার করে পাকিস্তানের ড্রোন ও মিসাইলকে ধ্বংস করা হয়।
#WATCH | Amritsar, Punjab: Major General Kartik C Seshadri, GOC, 15 Infantry Division says “Indian Army is a professional, righteous and responsible force which in spite of grave provocations, has always responded in a calibrated and measured manner. We target only terrorists in… https://t.co/AAJsOE4zqg pic.twitter.com/z95jbU24qK
— ANI (@ANI) May 19, 2025
১৫ ইনফেন্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি বলেন, “আমরা ধারণা করেছিলাম, ভারতের সেনা পরিকাঠামো-সহ সাধারণ মানুষ, ধর্মীয় স্থানকেও পাকিস্তান টার্গেট করতে পারে। তার মধ্যে স্বর্ণমন্দির অন্যতম। স্বর্ণমন্দিরকে রক্ষা করতে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়। পাকিস্তান ড্রোন ও দূরপাল্লার মিসাইল ছুড়েছিল। আমরা প্রস্তুত ছিলাম। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে সব ড্রোন ও মিসাইল ধ্বংস করা হয়। আমাদের পবিত্র স্বর্ণমন্দিরে একটা আঁচড়ও লাগেনি।”

অমৃতসরে ভারতীয় সেনার তরফে সাংবাদিক বৈঠক করা হয়
প্রতিবেদনটি সংবাদ সংস্থার তথ্যের ভিত্তিতে লেখা।

