Pakistan Firing: এবার পুঞ্চ সেক্টর! কাপুরুষের মতো রাতের অন্ধকারে প্রতিদিন গুলি চালাচ্ছে পাকিস্তান

India-Pakistan: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় বেছে বেছে হিন্দু নিধন করা হয়। ধর্ম জেনে খুন করা হয় ২৬ জন পর্যটককে। এই হামলার পরই সীমান্তে সেনা বাড়িয়েছে সরকার। আর ওপার থেকে শুরু হয়েছে 'শয়তানি'।

Pakistan Firing: এবার পুঞ্চ সেক্টর! কাপুরুষের মতো রাতের অন্ধকারে প্রতিদিন গুলি চালাচ্ছে পাকিস্তান
উপত্যকায় তৎপর সেনা।Image Credit source: PTI

|

Apr 28, 2025 | 8:10 AM

নয়া দিল্লি: পাকিস্তানের সাহস দিনে দিনে বেড়েই চলেছে। ফের সীমান্তে চলল গুলি। জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ফের রাতের অন্ধকারে এলোপাথাড়ি গুলি চালাল পাক সেনা। এই নিয়ে পরপর চার রাতে সীমান্তে গুলি চালাল পড়শি দেশের সেনা।

সেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, কুপওয়াড়া ও পুঞ্চ জেলার বিপরীত অংশ, নিয়ন্ত্রণ রেখায় ওপারের পাকিস্তানি সেনা পোস্ট থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়। সেনাবাহিনী এর যোগ্য জবাব দিয়েছে পাল্টা গুলিতে।

প্রসঙ্গত, এই প্রথম পুঞ্চ সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাল।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় বেছে বেছে হিন্দু নিধন করা হয়। ধর্ম জেনে খুন করা হয় ২৬ জন পর্যটককে। এই হামলার পরই সীমান্তে সেনা বাড়িয়েছে সরকার। আর ওপার থেকে শুরু হয়েছে ‘শয়তানি’। রাত হলেই নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাক সেনা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। এই নিয়ে পরপর চার রাতে গুলি চলল সীমান্তে।

সেনা সূত্রেই খবর, পাক সেনার এই গুলি চালানোর পিছনে রয়েছে অন্য কারণ। কেবল ভারতকে উসকাতে নয়, সীমান্তে, বিশেষ করে নিয়ন্ত্রণ রেখায় সেনা কতটা তৎপর রয়েছে, তা দেখার জন্যই পাক সেনা গুলি চালাচ্ছে।  যদিও প্রতিবারই ভারতীয় সেনা বাহিনী যোগ্য় জবাব দিচ্ছে।

পহেলগাঁওয়ের হামলার পরই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত সরকার। বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত পাকিস্তানি ভিসাও। রবিবারের মধ্যেই সকল পাকিস্তানিদের ভারত ছেড়ে নিজেদের দেশে ফিরে যেতে বলা হয়েছিল।