
নয়া দিল্লি: পহেলগাঁও হামলার পরই পাকিস্তানকে শিক্ষা দিতে সিন্ধুর জল দেওয়া বন্ধ করেছিল ভারত। তারপর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়। সীমান্তে শান্তি ফিরলেও, ভারতকে শান্তি দিচ্ছে না পাকিস্তান। সিন্ধু নদের জল চেয়ে একের পর এক চিঠি পাঠিয়ে যাচ্ছে। ভারত কি তবে সিদ্ধান্ত বদল করবে? ফের জল দেবে পাকিস্তানকে?
শুকিয়ে মরছে পাকিস্তান। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করতেই জল সঙ্কটের মুখে পড়েছে পড়শি দেশ। ভারতের কাছে সিন্ধুর জল চেয়ে বারবার চিঠি লিখছে পাকিস্তান। তবে বৃহস্পতিবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল সাফ জানালেন, পাকিস্তান যতই চিঠি লিখুক, সিন্ধু জল স্থগিত রাখার অবস্থান থেকে সরবে না ভারত।
পাকিস্তানি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বিলাওয়াল ভুট্টো সম্প্রতিই ভারতকে সিন্ধু জল চুক্তি স্থগিত করা নিয়ে হুমকি দিয়েছিল। সে প্রসঙ্গ উঠলে কেন্দ্রীয় মন্ত্রী কড়া ভাষায় বলেন, “জল কোথাও যাবে না..ওঁ কী বলছে, সেটা ওঁর মতামত…আমরা এই মিথ্যা হুমকিতে ভয় পাই না। এই সিদ্ধান্ত নেবে ভারত সরকার। যা-ই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, তা দেশের জন্য লাভজনকই হবে।”
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার পরই ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেয়। কেন্দ্রের স্পষ্ট বার্তা ছিল, রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে, সিন্ধুর জল দেওয়া হবে না।
সূত্রের খবর, পাকিস্তানে সিন্ধুর যে জল যেত, তা গতিপথ পরিবর্তন করে রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও দিল্লিতে ব্যবহারের জন্য পাঠানো হতে পারে। বর্তমানে জলশক্তি মন্ত্রক যুদ্ধকালীন তৎপরতায় এই পরিকাঠামো পরিকল্পনাই করছে।