Jharkhand Case: মনোনয়ন জমা দেওয়ার মিছিলে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, প্রার্থীকেই গ্রেফতার পুলিশের

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Updated on: Apr 22, 2022 | 3:35 PM

Anti National Slogan: ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় এক প্রার্থীর মিছিল থেকে 'পাকিস্তান জিন্দবাদ' স্লোগান উঠেছে। মহম্মদ শাকির হুসেন নামের ওই প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে প্রধান পদপ্রার্থী ছিলেন।

Jharkhand Case: মনোনয়ন জমা দেওয়ার মিছিলে উঠল 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান, প্রার্থীকেই গ্রেফতার পুলিশের
ছবি: টুইটার

Follow us on

রাঁচী: প্রধানমন্ত্রী পদ থেকে ইমরান খানকে (Imran Khan) সরিয়ে দেওয়ার পরও পাকিস্তানের (Pakistan) রাজনৈতিক উত্তাপ এখনও কমেনি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফের ভাই শাহবাজ় শরিফ (Shebaz Sharif)। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত থেকেছে পাকিস্তান। যে দেশ সদা প্রতিবেশী দেশের ক্ষতি করতে তৎপর, সেই দেশের প্রতি বেশ হাতে গোনা ভারতীয় নাগরিকদের আস্থা ও ভালবাসার ছবি বারবার সামনে এসেছে। সম্প্রতি ঝাড়খণ্ডের গিরিডির ৩ জনকে দেশ বিরোধী স্লোগান দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় এক প্রার্থীর মিছিল থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান উঠেছে। মহম্মদ শাকির হুসেন নামের ওই প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে প্রধান পদপ্রার্থী ছিলেন। ডকোডিহ পঞ্চায়েত থেকে শাকির হুসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‘পাকিস্তান জিন্দবাদ’ স্লোগান মামলায় ওই প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে শাকির একটি রোড শোয়ের আয়োজন করেছিলেন। ওই রোড শোয়ের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে পুলিশ। প্রকাশিত ভিডিয়োতে কয়েকজনকে ‘পাকিস্তান জিন্দবাদ’ স্লোগান তুলতেও শোনাল গিয়েছে। ভিডিয়োটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা হয়েছে। সম্প্রতি উত্তর প্রদেশে মোবাইল ফোন পাকিস্তানকে সাধুবাদ জানিয়ে গান বাজানোর প্রতিবাদে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ। এক ব্য়ক্তির অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছিল। ভারতের ভূস্বর্গ হিসেব পরিচিত কাশ্মীরেও অনেক সময় দেশ বিরোধী স্লোগান উঠার কথা সামনে এসেছিল। সবক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করেছে পুলিশ। পুলিশের দায়ের করা এফআইআরে ১০ জনের নামের উল্লেখ রয়েছে। এসডিপিও অনিল কুমার সিং এই ঘটনা প্রসঙ্গে বলেন “পঞ্চায়েত প্রধান পদপ্রার্থী শাকির হুসেনের সমর্থকরা তাঁর সমর্থনে স্লোগান দিচ্ছিলেন। সেখানেই ‘পাকিস্তান জিন্দবাদ’ স্লোগান ওঠে। পুলিশ মামলা রুজু করেছে। শাকির ও তাঁর দুই সমর্থককে ঘৃণা ছড়ানো এবং আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে, তাদের আপাতত জেলে পাঠানো হয়েছে।”

আরও পড়ুন SC on Jahangirpuri Demolition: উচ্ছেদ চালানো যাবে না জাহাঙ্গিরপুরীতে, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Latest News Updates

Click on your DTH Provider to Add TV9 Bangla