
জম্মু-কাশ্মীর ও গুজরাট: এবার একটি মাত্র জায়গায় নয়। সন্ধ্যার অন্ধকার নেমে আসতেই রামগড় সেক্টর, পুঞ্চ এবং জম্মু-কাশ্মীরের একাধিক অংশে উড়ে এল পাকিস্তানের ড্রোন। ভারতীয় সেনার তরফে একের পর এক ড্রোনকে লক্ষ্য করে গুলি। বেশ কয়েকটি ড্রোন ভেঙে পড়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। তাতে বারুদ ছিল বলে জানানো হয়েছে। সামরিক ঘাঁটিগুলোর ওপরে এই ড্রোনগুলি দিয়ে আঘাত করার ছক কষা হচ্ছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। গত দুই সপ্তাহের মধ্যে তিন থেকে চারবার বারুদ এবং অস্ত্র নিয়ে ড্রোন ভারতীয় ভূখণ্ডে ঢুকে এল। বড়সড় কোন পরিকল্পনা রয়েছে পাকিস্তানের, এমনই মনে করছে ভারতীয় সেনা। আগে আগেও সীমান্তবর্তী এলাকাগুলিতে থেকে লাগাতার পাক ড্রোন উড়তে দেখা গিয়েছিল। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ সেনা প্রধান। সন্দেহ প্রকাশ করেছিলেন পাকিস্তানের গতিবিধি নিয়ে।
অন্যদিকে ফের পাকিস্তানের সন্দেহজনক নৌকা উদ্ধার হল গুজরাট উপকূলে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আরব সাগরে নজরদারি চালানোর সময় এই সন্দেহজনক নৌকাটিকে ভেসে থাকতে দেখে। পাকিস্তানের পতাকা লাগানো এই নৌকাটির গায়ে নাম হিসেবে লেখা ছিল আল মদিনা। তাতেই ঘনাচ্ছে রহস্য।
নৌকার মধ্যে থেকে বেশ কিছু সন্দেহজনক বস্তু এবং কাগজ পাওয়া গিয়েছে বলে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সূত্রের খবর। এই নৌকা করে কোন অনুপ্রবেশ ঘটেছে নাকি এর নেপথ্যে বড়সড় কিছুর পরিকল্পনা ছিল, সেটা খুঁজে দেখা হচ্ছে। তেমনটাই জানা যাচ্ছে উপকূল রক্ষী বাহিনীর সূত্রে। ৯ জন পাকিস্তানিকে আটক করা হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে।