
শ্রীনগর: পহেলগাঁও হামলার পর বড় পদক্ষেপ করেছে কেন্দ্র। দেশ থেকে পাকিস্তানিদের উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই সময়সীমাও পার হয়ে গিয়েছে। নতুন করে ভিসাও দেওয়া হবে না পাকিস্তানিদের। এবার কাশ্মীরে শুরু হল অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানিদের উচ্ছেদ অভিযান।
জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরে বিপুল সংখ্যক পাকিস্তানি নাগরিক বসবাস করছেন, যাদের কাছে বৈধ কোনও নথি নেই। এবার সেই অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের বহিষ্কার করা হচ্ছে।
বিপুল সংখ্যক পাকিস্তানি নাগরিককে ফেরত পাঠানোর জন্য জম্মু ও কাশ্মীর পুলিশের বাস এবং জম্মু ও কাশ্মীর রোড ট্রান্সপোর্টের বাসে করে পুলিশ দল আটারি সীমান্তে পৌঁছেছে।
সময়সীমা শেষ হওয়ার পরেও, যারা পাকিস্তানে ফিরে যাননি, তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়াই চালাচ্ছে জম্মু-কাশ্মীরের রাজ্য পুলিশ। গত সন্ধ্যাতেও জম্মু ও কাশ্মীর পুলিশ বেশ কিছু পাকিস্তানি নাগরিককে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে। আটারি সীমান্ত দিয়ে বিগত কয়েকদিনে শয়ে শয়ে পাক নাগরিক যারা দীর্ঘদিন ধরে ভারতে থাকছিলেন বা কোনও কারণে ভারতে এসেছিলেন, তাদের সকলকে ফেরত পাঠানো হয়েছে।