
নয়া দিল্লি: বিল চাওয়া নিয়ে গণ্ডগোল। ট্রেনের ভিতর প্যান্ট্রি কর্মীর সঙ্গে তুমুল তর্কাতর্কি যাত্রীর। অভিযোগ, সেই ঝামেলার ভিডিয়ো করায় যাত্রীকে বেধড়ক মারধরেরও অভিযোগ প্যান্ট্রি কর্মীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট করতেই হু-হু করে তা ভাইরাল। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে রেল।
ये होता है indianrailway में पैसेंजर के साथ, पैंट्री स्टाफ जब ओवरचार्जिंग कर रहा था तो मैं जब उसका वीडियो बनाया तो मेरे साथ मार पिट किया गया गाली और धमकी भी दी गई। मदद चाहिए मुझे, अब तो ट्रेन में जाने से भी डर लगता है।@IRCTCofficial @CMOfficeUP @AshwiniVaishnaw @IndianRailMedia pic.twitter.com/uz1hq6Fx0q
— Saurabh Kumar (@SaurabhKum86112) June 23, 2025
সংশ্লিষ্ট যাত্রীর পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, তিনি ভেন্ডারের ওই কর্মীকে বলেছিলেন, “আপনি এমন কী চা দিয়েছেন যার দাম কুড়ি টাকা? আমায় এর বিল দিন।” কিন্তু অভিযোগ, ওই কর্মী সেই বিল দেখাতে অস্বীকার করেন। উল্টে যাত্রীকে হুমকি দেন, যাতে তিনি ভিডিয়ো না করেন। অপরদিকে, যাত্রীও ভয় দেখান যে এই ব্যবহার তিনি আরপিএফ (RPF)-কে ডাকবেন।
এরপর প্যান্ট্রি কর্মী ওই যাত্রীকে কুড়ি টাকা ফেরত দিতে চান। কিন্তু ব্যক্তি তা নিতে অস্বীকার করেন। তিনি শুধু বিল দেখাতে বলেন। কিন্তু নাছোর ওই প্যান্ট্রি কর্মী বিল তো দেখানই না, উল্টে তিনি অস্বীকার করেন যে কুড়ি টাকার চা বিক্রি করেছেন। অভিযোগ, এরপরই প্যান্ট্রির যিনি মালিক তিনি আসেন। ক্যামেরা বন্ধ করতে বলেন। এবং ওই যাত্রীকে প্যান্ট্রি গাড়িতে নিয়ে যাওয়ার নির্দেশ তখন। অভিযোগ, তখন বাকি প্যান্ট্রি কর্মীরা মিলে বেধড়ক মারধর করেন যাত্রীকে।
এই ভিডয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই যাত্রী। তিনি রেলকে ট্যাগ করে লেখেন ‘এই হল ভারতীয় রেলের অবস্থা, আমার তো ভয় লাগছে পরের বার ট্রেনে উঠতে’। ভিডিয়ো ভাইরাল হতেই তার তদন্ত শুরু করেছে রেল।