
নয়া দিল্লি: শুরু হতে চলেছে সংসদ অধিবেশন। আগামী ২১ জুলাই থেকে সংসদে শুরু হবে বাদল অধিবেশন। চলবে ২১ অগস্ট পর্যন্ত। বুধবার এই কথা জানালেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। এবারের অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে কারণ অপারেশন সিঁদুরের পর এটাই প্রথম অধিবেশন হতে চলেছে।
এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু জানান, ২১ জুলাই থেকে ২১ অগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। তবে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ১৩ ও ১৪ অগস্ট কোনও অধিবেশন হবে না।
আগে ১২ অগস্টের মধ্যেই বাদল অধিবেশন শেষ হয়ে যেত। তবে এবার অধিবেশনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাত ও অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রের কাছে আরও তথ্য জানতে চেয়েই বিশেষ অধিবেশনের দাবি করেছিলেন বিরোধী দলের নেতা-সাংসদরা। এবারের বাদল অধিবেশন শুরু হলে মূল আলোচ্য বিষয়ই হতে পারে অপারেশন সিঁদুর। আদৌ ট্রাম্পের মধ্যস্থতায় এই সংঘাত থেমেছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলবে বিরোধীরা।
অন্যদিকে, নির্বাচন কমিশন ও ভোটার লিস্টে নাম তোলার নিয়ম নিয়ে একজোট হয়েছে বিরোধীরা। এই ইস্যুতেও সংসদে সুর চড়াবে ইন্ডিয়া জোট।
বাজেট অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল ও অর্থ বিল পাশ হয়েছিল। এবারের বাদল অধিবেশনেও একাধিক বিল পাশ হতে পারে।