Parliament Security Breach: ‘ভগৎ সিং ফ্যান ক্লাবের’ তথ্য জানতে তৎপর দিল্লি, চিঠি গেল ফেসুবক দফতরে

Parliament Security Breach: তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, সংসদে হামলার পর পেজটি ফেসবুক থেকে মুছে ফেলা হয়। শুধু তাই নয় সূত্রের খবর অভিযুক্তদের হোয়াটসঅ্যাপ চ্যাট পাঠানোর অনুরোধও তদন্তকারীরা করেছেন। এমনকী তাদের ইমেল অ্যাকাউন্ট খতিয়ে দেখার পরিকল্পনা করা হচ্ছে।

Parliament Security Breach: 'ভগৎ সিং ফ্যান ক্লাবের' তথ্য জানতে তৎপর দিল্লি, চিঠি গেল ফেসুবক দফতরে
মেটাকে চিঠি দিল দিল্লি পুলিশImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 1:39 PM

দিল্লি: সংসদে ধোঁয়াকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ছ’জন ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে দেখতে চান তদন্তকারী আধিকারিকরা। শুধু তাই নয়, ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া ‘ভগৎ সিং ফ্যান ক্লাব’-এর পেজও খতিয়ে দেখতে চান তাঁরা। এই মর্মে মেটাকে (ফেসবুক) চিঠি দিল দিল্লি পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই পেজের মধ্য দিয়েই সাক্ষাৎ অভিযুক্তদের। যেহেতু বর্তমানে মেটা হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম নিয়ন্ত্রণ করে সেই কারণে মেটাকে চিঠি দিল্লি পুলিশের ইন্টালিজেন্স ইউনিটের।

তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, সংসদে হামলার পর পেজটি ফেসবুক থেকে মুছে ফেলা হয়। শুধু তাই নয় সূত্রের খবর অভিযুক্তদের হোয়াটসঅ্যাপ চ্যাট পাঠানোর অনুরোধও তদন্তকারীরা করেছেন। এমনকী তাদের ইমেল অ্যাকাউন্ট খতিয়ে দেখার পরিকল্পনা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর নতুন সংসদভবনে রং বোমা নিয়ে তাণ্ডব চালায় অভিযুক্তরা। ঘটনার তদন্তে নামতেই তদন্তকারীদের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার হন এই কাণ্ডের অন্যতম অভিযুক্ত তথা মাস্টার মাইন্ড ললিত ঝা। ঘটনার দিন তাঁর সঙ্গে আরও দুই সঙ্গীকেও ধোঁয়া ওড়াতে-ওড়াতে স্লোগান দিতে দেখা দেয়। এদের খোঁজে উত্তর প্রদেশ পুলিশ, বিহার পুলিশের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছিল দিল্লি পুলিশ। পাশাপাশি হরিয়ানা ও রাজস্থান পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত দিল্লি থেকেই গ্রেফতার করা হয় ললিতকে। ইতিমধ্যেই অভিযুক্তদের পরিবারের সদস্যদের কাছে থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি সংগ্রহ করেছে তদন্তকারী আধিকারিকরা।