Parliament Special Session: বিশেষ অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী মোদী
Parliament Special Session: বিরোধীদের দাবি, কেন্দ্র তাদের আসল কর্মসূচি সম্পর্কে খোলসা করে বলছে না। কেন্দ্রের পরিকল্পনা রয়েছে অন্য কোনও বিল পেশ করার। এই নিয়ে তারা সরবও হয়েছেন। নির্বাচন কমিশনার নিয়োগ বিল পেশ করা হলে, তার বিরোধিতা করা হবে বলেও জানান বিরোধীরা।
নয়া দিল্লি: আজ, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর-পাঁচদিনের বিশেষ অধিবেশনে ইতিমধ্যেই আলোচ্যসূচি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী বিষয়ে তিনি বক্তব্য় রাখবেন, সে বিষয়ে জানা যায়নি এখনও। অন্যদিকে, সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে সংসদীয় স্ট্রাটেজি ঠিক করতে সকাল ১০টায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের ঘরে বৈঠকে বসবে ইন্ডিয়া জোট। সংসদীয় দলের সকল নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
কেন্দ্রের তরফে বিশেষ অধিবেশন ডাকার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে কী নিয়ে অধিবেশন ডাকা হয়েছে। ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে বিল পেশ করা হতে পারে এই অধিবেশনে, এমনটাও গুঞ্জন শোনা গিয়েছিল। তবে যাবতীয় জল্পনায় ইতি টেনে কেন্দ্রের তরফে জানানো হয়, এই অধিবেশনে চারটি বিল পেশ করা হবে। এই বিলগুলি হল পোস্ট অফিস বিল ২০২৩, মুখ্য় নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার (নিয়োগ, পরিষেবা) বিল ২০২৩, অ্যাডভোকেট (সংশোধনী) বিল, ২০২৩ এবং প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব পিরিওডিক্য়ালস বিল, ২০২৩।
Prime Minister Narendra Modi will speak in Lok Sabha today at 11 AM, on the first day of the Special Session of the Parliament.
(File photo) pic.twitter.com/jI7LeaBFC7
— ANI (@ANI) September 18, 2023
যদিও বিরোধীদের দাবি, কেন্দ্র তাদের আসল কর্মসূচি সম্পর্কে খোলসা করে বলছে না। কেন্দ্রের পরিকল্পনা রয়েছে অন্য কোনও বিল পেশ করার। এই নিয়ে তারা সরবও হয়েছেন। নির্বাচন কমিশনার নিয়োগ বিল পেশ করা হলে, তার বিরোধিতা করা হবে বলেও জানান বিরোধীরা। গতকালই সর্বদলীয় বৈঠকে বিরোধীরা মহিলা সংরক্ষণ বিল নিয়েও দাবি জানান।
আজ, সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনে সংসদ ভবনের ইতিহাস ও ঐতিহ্য নিয়েই আলোচনা করা হবে। মঙ্গল, গণেশ চতুর্থীর দিন নতুন সংসদ ভবনে অধিবেশন স্থানান্তরিত করা হতে পারে। সকল সাংসদদের নিয়ে গ্রুপ ছবিও তুলবেন প্রধানমন্ত্রী মোদী।